Daily Shironaam : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি তৃণমূলের
পর্ব সম্পর্কিত
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি। রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চিত করছে মোদি সরকার, আক্রমণ ফিরহাদের। চোরেরা ধরনায়, পাল্টা শুভেন্দু।
বিজেপির কর্মীরা অবস্থানে সামিল হোন, আহ্বান ফিরহাদের। তৃণমূলের ধর্না কর্মসূচিতে সটান হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। বঞ্চনায় একমত, আলোচনা করুক কেন্দ্র-রাজ্য, পরামর্শ বিধায়কের।
বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। অ্যান্টি করাপশন সেলের পর পিস ট্রেন। কলকাতা থেকে দার্জিলিং, রেলমন্ত্রীকে পিস ট্রেন চালানোর অনুরোধ রাজ্যপালের। বিজেপির দালালি। পাল্টা কুণাল।
ফের বিস্ফোরক মদন মিত্র, ''কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে, দলকে নোংরা করার চেষ্টা করছে।'' তৃণমূল বিধায়কের নিশানায় কারা? তুঙ্গে জল্পনা।
পঞ্চায়েত বোর্ড গঠনের আগে হাঁসখালিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী। বিজেপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্তের সঙ্গে দলের সম্পর্ক নেই। দাবি গেরুয়া শিবিরের।