Daily Shironaam: আবিরে উল্লাস তৃণমূলের
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
ভোটের পর গণনার দিনও রক্তাক্ত ময়নার বাকচা। বোমা ফেটে হাত উড়ল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
ব্যারাকপুরে গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে গলা ধাক্কা। শালতোড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক! রানিহাটিতে ধুন্ধুমার। সাঁকরাইলে গণনাকেন্দ্রের গেট ভাঙলেন বিরোধীরা।
বালিতে গণনাকেন্দ্রে নর্দমায় সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট। জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। তীব্র উত্তেজনা। ব্যালট কাড়তে গেলে মার তৃণমূল এজেন্টকে। অভিযুক্ত সিপিএম।
ফলের আগেই আবিরে উল্লাস তৃণমূলের। বাসন্তীতে গেরুয়া আবির বের করায় বিজেপি কর্মীদের তাড়া করে পুকুরে ফেলল পুলিশ। সাগরদিঘিতে কংগ্রেসের আবির খেলাতেও লাঠি উঁচোল পুলিশ।
ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজি। গণনা স্থগিত রাখার দাবি শুভেন্দুর। ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ।
গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি। কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট। বিপাকে প্রার্থীরা।
ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েতই হাতছাড়া তৃণমূলের। দুবরাজপুরে পঞ্চায়েতে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের স্ত্রী। সিঙ্গুর দখল তৃণমূলের।
দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে? মুর্শিদাবাদে ভোট হিংসা নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালেন দলের বিধায়ক হুমায়ুন কবীর।
'রাজনৈতিক কন্ট্রোলরুম তৈরি করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি থেকে ফিরে হুঁশিয়ারি ।
সুপ্রিম কোর্টে ধাক্কা মোদি সরকারের। ইডি ডিরেক্টর পদে তৃতীয়বার সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদবৃদ্ধি স্থগিত। কেন্দ্রের সিদ্ধান্তকে বেআইনি বলল সর্বোচ্চ আদালত।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।