Daily Shironam: কোথাও পালাইনি, মিথ্যে বলছে তৃণমূল, বাংলায় এসে জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর
Episode Description
মিথ্যে বলছে তৃণমূল। কোথাও পালাইনি। বৈঠকের নামে টালবাহানা করেছে। যেখানে বলবে বৈঠক করতে রাজি। বাংলায় এসে জবাব কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর। ফের জমিদারি কটাক্ষ তৃণমূলের।
বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে, চিঠি পাঠালেও পদক্ষেপ করেনি রাজ্য। হিসেব দিতেই হবে, বাংলায় এসে আক্রমণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। মিথ্যে বলছেন নিরঞ্জন জ্যোতি, পাল্টা কুণাল।
অভিষেকের ধর্নার পাল্টা কৌশল শুভেন্দুর। পুজোর পর আবাসে বঞ্চিত লক্ষাধিক মানুষকে নিয়ে কলকাতায় জমায়েতের হুঙ্কার।
রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। কলকাতায় ধর্নামঞ্চে অনড় অভিষেক। শিলিগুড়িতে রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের।
সমবায়ে ৫০ কোটির দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে সাতসকালে আলিপুরদুয়ারে সিবিআই। একযোগে ৪ জায়গায় হানা। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ব্যাঙ্কেও তল্লাশি।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই এবার ব্যারাকপুর পুরসভাকে নোটিস সিবিআইয়ের। ২০১২ থেকে কারা ছিলেন উপ পুরপ্রধান? তালিকা তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
ফাঁসির সাজাপ্রাপ্তকেই বেকসুর খালাস। মৃত্যুদণ্ড বদলে ২জনের যাবজ্জীবন। হাইকোর্টের রায়ে প্রশাসনকেই দায়ি করছে কামদুনি। আজ ফের পথে নেমে প্রতিবাদ।
কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। রাতে মৌসুমীর বাড়িতে সিআইডি। ১০ বছর ধরে কেন নিষ্ক্রিয়, প্রশ্ন নির্যাতিতার পরিবারের। মুখরক্ষার চেষ্টা, কটাক্ষ শুভেন্দুর।
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে বাড়ছে মৃতের সংখ্যা। তিস্তায় ভেসে আসছে দেহ। নিখোঁজ এখনও শতাধিক। আটকে হাজার হাজার পর্যটক।
ইউক্রেন যুদ্ধের রেশ কাটার আগেই আরও এক যুদ্ধের দামামা। ইজরায়েলে ৫ হাজার রকেট হামলা হামাসের। যুদ্ধের হুঙ্কার ইজরায়েলের। পিছনে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ।
সেঞ্চুরির পর গোল্ডরাশ। এশিয়াডে পুরুষদের ক্রিকেটে সোনা। মহিলা ও পুরুষদের কবাডিতে সোনা। ব্যাডমিন্টনে চিরাগ-রাঙ্কিরেড্ডির সোনা। তিরন্দাজিতেও জোড়া সোনা।






















