Daily Shironaam: কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কী অনুপাতে ব্যবহার করলে সব বুথে আধা সেনা? খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কী অনুপাতে ব্যবহার করলে সব বুথে আধা সেনা? খতিয়ে দেখতে নোডাল অফিসার, আইজি বিএসএফ-কে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।
তিনদিন পরেই গ্রাম বাংলার ভোট, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন? কি নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের? এখনও ধোঁয়াশা।
গুলি-বোমা-মৃত্যু। ভোটের আগে দিকে দিকে বেলাগাম সন্ত্রাস। মানতেই নারাজ ডিজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে, ২-৩টি ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, দাবি মনোজ মালব্যর।
তৃণমূলের দলদাস পুলিশ, ডিজির মন্তব্য নিয়ে আক্রমণে শুভেনদু। মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা, কটাক্ষ বাম-কংগ্রেসের। লাশের রাজনীতিই পছন্দ বিরোধীদের, পাল্টা শাসক শিবির।
পঞ্চায়েত ভোটের চারদিন আগেও লাগামহীন সন্ত্রাস। কুলতলিতে গুলি। জখম তৃণমূল প্রার্থী। হামলার অভিযোগ অস্বীকার সিপিএম ও এসইউসি-র।
রাজ্য়পাল ফিরতেই বাসন্তীতে ফের অশান্তি। নফরগঞ্জ পঞ্চায়েতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ভরতগড়ে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা। কুলপিতে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ, অস্বীকার তৃণমূলের। দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষ।
ভোটের ৭২ঘণ্টা আগেও বোমা-বনদুকের ঝনঝনানি! খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম ২। কোচবিহারে বোমা ফেটে আহত ২ কিশোর-সহ ৪। গোয়ালপোখরে উদ্ধার প্রচুর অস্ত্র-গুলি।
ময়নায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন। ধূপগুড়িতে শুভেনদুর সভার পরেই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। ভগবানগোলায় আক্রান্ত বাম-কংগ্রেস।
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন, সংগঠিত অপরাধ। বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে তদন্ত জরুরি, ইন্টারপোলের সাহায্য় চাইলে সহযোগিতা করতে পারে সিবিআই, হাইকোর্টে সওয়াল কেন্দ্রের।
তিনদিন পরেই পঞ্চায়েত ভোট। মেজিয়ায় পোস্টাল ব্যালটে ছাপ্পা-অভিযোগে বিজেপির বিক্ষোভে হামলা, অস্বীকার তৃণমূলের। পুলিশের সঙ্গে বচসা বিজেপি বিধায়কের।
কানাইয়ালাল-হামিদুল দ্বন্দ্ব, ইসলামপুরের গোবিন্দপুরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে নেই কোনও তৃণমূল প্রার্থী। দলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে ভোটে তৃণমূলের ৫২জন।
ভোটের মুখে বেলাগাম সন্ত্রাস, অভিযোগ শুনতে ফের পাহারায় পাবলিক কর্মসূচি চালু সিপিএমের। গোপন রাখা হবে অনলাইনে অভিযোগকারীর পরিচয়, জানালেন সেলিম।
এবিপি আনন্দের খবরের জের, নিঃশর্ত ক্ষমা চেয়ে বিতর্কিত নোটিস প্রত্যাহার লরেটো কলেজের। নতুন করে পোর্টাল খুলে শুরু ভর্তি প্রক্রিয়া। আবেদন করতে পারবেন বাংলা মাধ্যমের পড়ুয়ারাও।
রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও, বাজারে আনাজের দাম আজও আকাশছোঁয়া। নাভিশ্বাস মধ্যবিত্ত ক্রেতার। সেঞ্চুরি উচ্ছে, বরবটি, ঢেঁড়সের।
আমেরিকায় আহত শাহরুখ খান। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন দুর্ঘটনা। চোট নাকে ও মুখে। করাতে হল ছোট অস্ত্রোপচারও। ফিরে এসেছেন ভারতে।
বিশ্বজয়ী গোলকিপার মার্টিনেজকে দেখতে হুড়োহুড়ি। মিলন মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভাঙল দিবু-র গাড়ির কাচ। পুলিশের গাড়িতে ফিরলেন এমিলিয়ানো।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।