বিশ্ব বাঘ দিবস । International Tiger Day । জেনে নিন এই দিনটির গুরুত্ব ও ইতিবৃত্ত
পর্ব সম্পর্কিত
আজ বিশ্ব বাঘ দিবস। ভারতবর্ষের জাতীয় পশু বাঘ। কিন্তু আজ এই প্রজাতির প্রায় বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। মানবসভ্যতার অগ্রগতি এই বন্যপ্রাণীদের বাসস্থান কেড়ে নিয়েছে নির্বিচারে। তবে বাস্তুতন্ত্র ভারসাম্যে বাঘের মতো বন্যপ্রাণীদের গুরুত্ব অপরিসীম। তাই বন্যপ্রান রক্ষা করা মানুষের কর্তব্য। আজ বিশ্ব বাঘ দিবসে জেনে এই দিনটির গুরুত্ব ও তার ইতিবৃত্ত।
Today is International Tiger Day. The national animal of India is the tiger. But today this species is at the edge of extinction. The progress of human civilization has taken away the habitat of this wildlife indiscriminately. But the importance of wildlife in the ecosystem balance is immense. Therefore, it is the duty of human beings to protect wild animals. Let's know the importance and the history of International tiger day.