Jadavpur University: বাইক নিয়ে মত্ত বহিরাগতদের দৌরাত্ম্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত খোদ নিরাপত্তারক্ষী
Kolkata News: মোটরবাইক নিয়ে মত্ত বহিরাগতদের দৌরাত্ম্য় আটকাতে গিয়ে ক্য়াম্পাসেই আক্রান্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তারক্ষীরা।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মাঝ রাতে ক্য়াম্পাসের মধ্য়ে বেপরোয়া গতিতে বাইক নিয়ে বহিরাগতদের দৌরাত্ম্য়ের অভিযোগ। বহিরাগতদের আটকাতে গিয়ে আহত হলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের তিন জন নিরাপত্তারক্ষী। বাইক থামাতেই বহিরাগতরা নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনায় বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত নিরাপত্তারক্ষীরা।
বহিরাগতদের দৌরাত্ম্য়ের অভিযোগ: মোটরবাইক নিয়ে মত্ত বহিরাগতদের দৌরাত্ম্য় আটকাতে গিয়ে ক্য়াম্পাসেই আক্রান্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তারক্ষীরা। সোমবার রাতের ঘটনায় ফের বড়সড় প্রশ্ন উঠল যাদবপুর ক্য়াম্পাসের নিরাপত্তা নিয়ে। রাত সাড়ে বারোটা নাগাদ দু'জন বহিরাগত বেপরোয়া গতিতে মোটরবাইক নিয়ে ক্য়াম্পাসের ভিতর দিয়ে যাতায়াত করছিল বলে অভিযোগ। সেই সময় কর্তব্য়রত নিরাপত্তারক্ষী বাবলু ঘড়াই বাইকটি থামান। বাইক থামাতেই চালক ও তার সঙ্গী নিরাপত্তরক্ষীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকী ফোন করে বাইরে থেকে বেশ কয়েকজনকে ডেকে আনে। যার মধ্য়ে মহিলারাও ছিল। নিরাপত্তারক্ষী বাবলু ঘড়াইকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে এলে অন্য় নিরাপত্তারক্ষীদের ওপরও চড়াও হয় বহিরাগতরা।
যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তারক্ষী স্বপন অধিকারী বলেন, "এরা বিশ্ববিদ্য়ালয়ের কেউ নয়। বিশ্ববিদ্য়ালয়ের কর্মচারীর আত্মীয়। অবশ্য়ই বহিরাগত। এরা মারধর করে। বাবলু ঘড়াইকে প্রথমে মারে। মারার পরেই আমরা ঠেকাতে যাই। সাইকেল থেকে নেমেছি আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমার এই জায়গাটা ভীষণভাবে চোট পাই।''
সোমবার রাতের ঘটনা বিশ্ববিদ্য়ালয়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বিশ্ববিদ্য়ালয়ের তিন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশে অভিযোগ জানাতে গেলে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বলা হয়। সেই মতো বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "এই অভিযোগটা আমরা আজকে পাই। আমাদের উপাচার্য এই মুহূর্তে নেই। সহ উপাচার্যের কাছে অভিযোগ করেন। তিনি আমাকে নোট পাঠিয়েছেন। বিশ্ববিদ্য়ালয়ে রাত্রিবেলা উপাচার্য ও রেজিস্ট্রারের অনুপস্থিতিতে একজনকে দেখার দায়িত্ব দিয়েছি। এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। কীভাবে এই ঘটনা রোখা যায় আমরা বসব।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ariadaha Chaos:শব্দবাজি, বক্স বাজানোর প্রতিবাদে মারধরের অভিযোগ, হেনস্থার শিকার পুলিশও