Ghanta Khanek Sange Suman: তছনছ হল RG কর, দাঁড়িয়ে দেখল পুলিশ | DYFI-এর হামলা: কুণাল | সবাই জানে কারা করেছে: সুজন
পর্ব সম্পর্কিত
Ghantakahnek Sange Suman: গুঁড়িয়ে গেল বহুমূল্য ভেন্টিলেটর, নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। তছনছ হল আর জি কর, দাঁড়িয়ে দেখল পুলিশ। কাদের স্বার্থে অবাধে দুষ্কৃতীরাজ চলতে দেওয়া হল আন্দোলনের আঁতুড়ঘরে। "DYFI-এর সাদা পতাকা নিয়ে হামলা," আক্রমণে কুণাল ঘোষ। "ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, সবাই জানে কারা করেছে," পাল্টা সুজন। ভাঙচুর-বিধ্বস্ত আর জি করে গেলেন রাজ্যপাল, দিলেন সুবিচারের আশ্বাস। আর জি কর-মন্তব্যের জের, মুখপাত্রের পদ থেকে শান্তনুকে সরাল তৃণমূল। সন্দীপ ঘোষকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন শান্তনু।
'১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না',এটা বিশ্বাস করা কঠিন, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ', অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি, মন্তব্য প্রধান বিচারপতির