(Source: ECI/ABP News/ABP Majha)
গল্পে রবি | Golpe Robi | পুত্রযজ্ঞ
পর্ব সম্পর্কিত
বৈদ্যনাথের স্ত্রী বিনোদিনী তার সখীর দেবর নগেন্দ্রের সাথে তাস খেলতে বসে হৃদয়ের সূক্ষ খেলা খেলতে লাগলেন। একদিন দুজনেই বুঝলেন তাদেরও মনে মনে মিল হয়েছে কিন্তু বিনোদিনীর স্বামী বৈদ্যনাথ তখন পুত্রলাভের আশায় দিন কাটাচ্ছেন, ভবিষ্যৎ চিন্তায় মগ্ন তিনি। হঠাৎ একদিন তার কানে খবর এল নগেন্দ্রর সাথে তার স্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। তিনি স্পষ্টই বুঝতে পারলেন পুত্রলাভের সম্ভাবনা একেবারেই অনিশ্চিত। এভাবেই বৈদ্যনাথের পুত্রলাভ নিয়ে সাধনা চলতে থাকে। এই ঘটনাক্রমই বিশ্বকবি রবি ঠাকুরের এই ছোট গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। আজকের পর্ব - পুত্রযজ্ঞ।
গল্পে রবি এবিপি লাইভ পডকাস্টের একটি অনুষ্ঠান যেখানে আপনাদের শোনানো হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু চিরস্মরণীয় ছোট গল্প।
Golpe Robi is a show by ABP Live Podcast where you can listen to the evergreen short stories written by the world poet Rabindranath Tagore which will take you on the ride to the fictional dreamland.