এক্সপ্লোর
ukraine, sougata roy & Ghantakhanek Sange Suman
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ( 01.03.22) : ক্ষমতার লিপ্সায় দলের নিচুস্তরে পৌঁছচ্ছে না বার্তা। পুরভোটে বেলাগাম হিংসায় বিস্ফোরক সৌগত। অনুমোদন নয়, জানাল তৃণমূল।
Episode Description
সুবর্ণলতা উপন্যাস। আশাপূর্ণা দেবী লিখছেন, ‘উচিত বাক্যের মতো অসহনীয় আর কি আছে?’ এখন এই কথা নিয়েই হচ্ছে যত কথা। পুরভোটে হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, ‘একটা সামান্য পুর নির্বাচন নিয়ে এত হিংসাত্মক ঘটনা ঘটলে লোকের বিশ্বাস চলে যায়। এর কারণ হল ক্ষমতার লিপ্সা।’ তৃণমূল বলছে, সাংসদের এই মন্তব্য দল অনুমোদন করে না।
আরও দেখুন
Advertisement






















