ভোজন ভজন । Vojon Vajan | ডেকার্স লেন
পর্ব সম্পর্কিত
কম খরচে পেট ভরা খাবার কলকাতার বহু জায়গায় পাওয়া যায়। তবে পুরনো অফিস পাড়ার ডেকার্স লেনের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়া বেশ মুশকিল। গত দুই বছর করোনা পরিস্থিতির ফলে পকেটে টান পড়েছে প্রায় সব মধ্যবিত্ত বাঙালির। পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে আসায় আবার সগৌরবে ফিরে এসেছে ডেকার্স লেনের পুরনো চিত্র। আজকের এই বিশেষ পর্বে জেনে নিন কলকাতার ডেকার্স লেনের বিষয়ে কিছু জানা অজানা তথ্য।
ভোজন-ভজন এবিপি লাইভ পডকাস্টের একটি খাদ্য সম্বন্ধীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন কলকাতার কিছু বিখ্যাত সুস্বাদু খাওয়ারের ঠিকানা,যা ভোজন রসিক বাঙালিকে নিয়ে যাবে তাদের স্বাদের এক স্বপ্নভূমিতে,যেখানে আপনি খুঁজে পাবেন আপনার প্রিয় খাওয়ারের গুপ্তধন।
Vojon-Vajan is a food show by ABP Live podcast. On this show, you will know some of the famous delicious dining addresses of Kolkata which will take the foodie Bengali to a dreamland of their taste, where you can find your favourite food treasure.
To listen to the previous episode of Vojon Vajan please click the link given below,
https://bengali.abplive.com/podcasts/vojonvajon/vojon-vajan-875945