Bhai Phonta: প্রতিপদ না দ্বিতীয়া আপনি কবে ভাইফোঁটা দেন? কোন সময়ে ফোঁটা দেওয়া হবে ভাইয়ের জন্য সবথেকে শুভ?
প্রতিপদ হোক বা দ্বিতীয়া, ভাইফোঁটা মানেই দেদার খাওয়া-দাওয়া৷ মিষ্টির থালা হাতে সকাল শুরু। দুপুরে চুটিয়ে ভুড়িভোজ। এবার কখন ভাইফোঁটা দেবেন?

বছরভর অপেক্ষা থাকে এই দিনটার জন্য৷ যে দিন কান পাতলে বাড়ি বাড়ি শোনা যায়, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...’৷ ধর্মীয় তাৎপর্যকে সঙ্গে করেই ভ্রাতৃদ্বিতীয়ানিয়ে আসে মনকাড়া মিষ্টি আর ভোজের থালা৷ অনেক পরিবারে প্রতিপদেই ভাইফোঁটা হয়। অনেকেই ফোঁটা দেন দ্বিতীয়ায়। পূর্ববঙ্গীয়দের মধ্যে প্রতিপদে ভ্রাতৃদ্বিতীয়া পালনের রেওয়াজ রয়েছে৷ তবে সিংহভাগ মানুষই ফোঁটা দেন দ্বিতীয়ায়। প্রতিপদ হোক বা দ্বিতীয়া, ভাইফোঁটা মানেই দেদার খাওয়া-দাওয়া৷ মিষ্টির থালা হাতে সকাল শুরু। দুপুরে চুটিয়ে ভুড়িভোজ। এবার কখন ভাইফোঁটা দেবেন?
ভাই ফোঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে যম ও যমুনার আখ্যান। কিংবদন্তি অনুসারে, দ্বিতীয়া তিথিতে যমরাজ তাঁর বোন যমুনার কাছে গিয়েছিলেন। যমুনা তাঁকে আরতি ও টিকা দিয়ে স্বাগত জানান। যম তখন আশীর্বাদ করেছিলেন যে, এই দিনে যাঁরা বোনদের কাছ থেকে ফোঁটা গ্রহণ করেন, তাঁরা ক্ষতি থেকে রক্ষা পান। আরেকটি কাহিনিও প্রচলিত রয়েছে ভগবান কৃষ্ণ তাঁর বোন সুভদ্রাকে নিয়ে। বলা হয়, এই দিন সুভদ্রাদাদা শ্রীকৃষ্ণকে আরতি এবং ফোঁটা দিয়েছিলেন। যার ফলে তাঁদের ভাইবোনের সম্পর্কে কোনও চিড় ধরেনি।
প্রতিপদে ফোঁটা কখন দেবেন?
প্রতিপদে ফোঁটা দেওয়ার রীতি আছে যাঁদের, তাঁরা সময় আজ, মঙ্গলবার বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ফোঁটা দিতে পারবেন। প্রতিপদ শেষ আগামীকাল, বুধবার, সন্ধেয় ৬টা ১৫ মিনিটে।
দ্বিতীয়ার ফোঁটা কখন দেবেন?
এবার যাঁরা দ্বিতীয়ায় ফোঁটা দেবেন, তাঁদের কথায় আসা যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে। অর্থাৎ সারা দিন যে কোনও সময় ফোঁটা দেওয়া যাবে। বাঙালিরা উদয় তিথি দেখে কোনও তিথি পালন করে। সেই অনুসারে ২৩ অক্টোবরই দ্বিতীয়া পড়ছে। আর যাঁরা গুপ্তপ্রেস পঞ্জিকা মেনে চলেন , তাঁদের ফোঁটা দিতে হবে ভোর ৬ টা ১৫ থেকে রাত ৮টা ১৯ মিনিট ৪ সেকেন্ডের মধ্যে। আসলে দুই পঞ্জিকা অনুসারেই দ্বিতীয়া শুরু হচ্ছে বুধবার সন্ধেবেলায়। তাই পরদিন সকালেই বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারবেন।
ভাই-বোনের অবিচ্ছেদ্য বন্ধনকে উদযাপনের বার্ষিক পার্বণ ভ্রাতৃদ্বিতীয়া৷ মিলন, প্রীতি ও ভালবাসার বার্তা নিয়ে আসে ভাইফোঁটা৷ এই উৎসবের মধ্যেই নিহিত রয়েছে তার ধর্ম-মাহাত্ম্য৷ আজ প্রতিপদে অনেকেই ফোঁটা দিচ্ছেন অনেকেই। এর দ্বিতীয়াতেও ফোঁটা দেওয়ার ব্যস্ততা থাকবে তুঙ্গে। বাড়ি বাড়ি রকমারি খাবারের আয়োজন হবে। পছন্দসই মিষ্টি ভাইয়ের পাতে তুলে দিতে সকাল থেকেই মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইয়েরাও নতুন পোশাক পরে বোনেদের জন্য উপহার নিয়ে ফোঁটা নিতে প্রস্তুত।






















