Chaitra Navratri 2024: চৈত্র নবরাত্রির রাতে কী বিশেষ ভোগ দেওয়া হয় দেবী স্কন্দমাতাকে
Chaitra Navratri 2024: পুরাণ অনুযায়ী, স্কন্দমাতার কলা দিয়ে তৈরি ভোগ বা প্রসাদ খুব পছন্দের। তাই মাকে এই রাতে কলা দিয়ে তৈরি ভোগ দেওয়া উচিত।
চৈত্র নবরাত্রির (Chaitra Navratri 2024) পঞ্চম রাতে পুজো করা হয় আদ্যাশক্তির পঞ্চম রূপ স্কন্দমাতাকে (skandmata। এই দিনটি কার্তিকেয় বা স্কন্দের মাতার নামেই সমর্পিত। দেবী দুর্গার পঞ্চম রূপ মা স্কন্দমাতার পুজো করার সঙ্গে সঙ্গে এই রাতে মা-কে ভোগ (bhog) নিবেদন করাটাও অত্যন্ত জরুরি। তবে অনেকেই হয়তো জানেন না এই রাতে কী জিনিস দিয়ে ভোগ দিতে হয় কার্তিকের মা পার্বতীকে।
দেবী ভগবতীর পঞ্চম রূপ মা স্কন্দমাতার ব্রত পালনের রাত এই বছরের চৈত্র নবরাত্রিতে পড়েছে ১৩ এপ্রিল অর্থাৎ শনিবার। এই দিন মাকে কলা দিয়ে ভোগ দেওয়া অত্যন্ত শুভ মনে করা হয়। পুরাণ অনুযায়ী, স্কন্দমাতার কলা দিয়ে তৈরি ভোগ বা প্রসাদ খুব পছন্দের। তাই মাকে এই রাতে কলা দিয়ে তৈরি ভোগ দেওয়া উচিত। কলা দিয়ে তৈরি জিনিসের ভোগ লাগালে ব্যবসা ও কাজকর্ম খুব ভালো হয় ভক্তদের। তাঁদের জীবনে অগ্রগতিও হয়।
আরও পড়ুন: Nil Sasthi 2024 : আজ নীল ষষ্ঠী করছেন? কীভাবে করবেন পুজো? কখন কীভাবে ভাঙবেন উপবাস?
কলার পাশাপাশি ক্ষীরও খুব প্রিয় জিনিস স্কন্দমাতার। তাই আপনারা মা-কে ক্ষীরের ভোগও নিবেদন করতে পারেন। নবরাত্রির নয়টি রাতে দেবীর আলাদা আলাদা রূপকে আলাদা আলাদা ভোগ নিবেদন করতে হয়। আর প্রতিটি ভোগ নিবেদনের পিছনেই আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। তাই যদি আপনারা আলাদা আলাদা ভোগ নিবেদন করে নবরাত্রিতে মায়ের আরাধনা করেন তা হলে মায়ের নয়টি রূপ খুবই প্রসন্ন হয় বলে মত পণ্ডিতদের। এর ফলে অত্যন্ত প্রসন্ন হন মা দুর্গা। এছাড়া হলুদ রং খুব প্রিয় মা স্কন্দমাতার। তাই পুজোর সময় মাকে হলুদ রঙের ফুল দিয়ে পুজো দিন। সেই সঙ্গে দিন হলুদ রঙের কাপড় ও ভোগ।
বিশেষ দ্রষ্টব্য:এই প্রতিবেদনটি বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেওয়া হয়েছে। তাই এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া প্রয়োজন যে এবিপি লাইভ আপনাদের কাউকেই বিশেষজ্ঞ বা পুরোহিতদের পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনও কাজ করতে বলে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।