এক্সপ্লোর
Maha Shiv Ratri 2025 : শতাব্দীতে একবারই ঘটে, এবার শিবরাত্রিতে দুর্লভ যোগে অগাধ আশীর্বাদ মহাদেবের
শিবরাত্রিতে দুর্লভ যোগে অগাধ আশীর্বাদ মহাদেবের
1/8

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। তাই প্রতি বছর শিবভক্তরা এই উৎসবটি মহা ধুমধামের সাথে উদযাপন করা হয়।
2/8

কথিত আছে যে মহাশিবরাত্রির দিনে ভগবান পৃথিবীর সব শিবলিঙ্গে বাস করেন, তাই মহাশিবরাত্রিতে করা শিবের পুজো বহুগুণ বেশি ফল দেয়। জ্যোতিষী ডঃ অনীশ ব্যাস বলেছন, মহাশিবরাত্রি এবার পালিত হবে ২৬ ফেব্রুয়ারি । আর এই দিন তৈরি হবে দারুণ একটি যোগ।
Published at : 14 Feb 2025 03:47 PM (IST)
আরও দেখুন






















