এক্সপ্লোর
Naihati Boro Ma: সন্তানলাভের আশায় অনেকেই চান বড় মা'র হোমের কলা, কবে কীভাবে নিবেদন করা যায়? কী নিয়ম?
বড় মা-র দর্শন করতে গেলে মন্দির খোলা পাবেন সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। আবার বিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
নৈহাটির বড় মা
1/10

নৈহাটির বড় মা। তাঁর মাহাত্ম্য এখন বাংলা পেরিয়ে দেশজুড়ে। দেশের বাইরেও বড়মার বহু ভক্ত। তবে এমন মানুষও আছেন যাঁরা বড়মার দর্শন এখনও করেননি।
2/10

বড়মার দর্শন করতে গেলে লম্বা লাইন দিতে হয় এ কথা অজানা নয়। তবে লাইন দেওয়ার নিয়ম রয়েছে। এখানে আলাদা করে কোনও লাইন হয় না। একটিই লাইন মন্দির পর্যন্ত যায়।
Published at : 12 Feb 2025 03:42 PM (IST)
আরও দেখুন






















