Ganesh Chaturthi 2023 : সামনেই গণেশ চতুর্থী, কবে স্থাপন করবেন গণপতি বাপ্পাকে ? জানুন দিনক্ষণ
Ganesh Chaturthi : ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন হবে। অনন্ত চতুর্দশী পর্যন্ত পালিত হবে এই উৎসব।
![Ganesh Chaturthi 2023 : সামনেই গণেশ চতুর্থী, কবে স্থাপন করবেন গণপতি বাপ্পাকে ? জানুন দিনক্ষণ Ganesh Chaturthi 2023 Date Time Puja Tithi Ganesh Chaturthi 2023 : সামনেই গণেশ চতুর্থী, কবে স্থাপন করবেন গণপতি বাপ্পাকে ? জানুন দিনক্ষণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/c30699ef37718a260ae42a8ff97147d9169155440912553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) । সারা ভারত জুড়ে পার্বতী নন্দনকে বন্দনার দিন। মহাদেবের (Lord Shiva) আশীর্বাদে যে কোনও পুজোর সূচনাই গণেশ পুজোর মাধ্যমে হয়। শারদোৎসবের (Durga Puja) বাদ্যিও বাজে গণেশ পুজোর (Ganesh Puja) মাধ্যমে। সেভাবে দেখতে গেলে, পুজোর মরসুমই শুরু হয় গণপতি বন্দনা দিয়ে। কুমোরটুলি জুড়ে সাজো সাজো রব পড়ে যায় এই গণেশ পুজো থেকেই।
পঞ্জিকা অনুসারে, এবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন হবে। অনন্ত চতুর্দশী পর্যন্ত পালিত হবে এই উৎসব। গণেশ চতুর্থীর দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়। মনে করা হয়, এই দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্নহর্তী গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন। আসুন জেনে নিই এই বছর গণেশ-উৎসব কবে থেকে শুরু হবে। গণেশ চতুর্থীতে গণপতি স্থাপনের শুভ সময় ও গুরুত্বও জেনে নেওয়া যাক।
পঞ্জিকা অনুসারে, এই বছর গণেশ উৎসব ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অনন্ত চতুর্থীতে শেষ হবে পুজো। উৎসবের শেষ দিনে গণপতি বাপ্পার প্রতিমা বিসর্জন হবে।
গণেশ চতুর্থী ২০২৩ এর শুভ মুহূর্ত :
গণেশ চতুর্থীর দিন, বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করার আগে শুভ সময় দেখে নিন। গৌরিপুত্র সবার দুঃখ দূর করেন।
ভাদ্রপদ শুক্লা চতুর্থী শুরু হচ্ছে - ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯
ভাদ্রপদ শুক্লা চতুর্থীর সময় শেষ হচ্ছে - ১৯ সেপ্টেম্বর দুপুর ১.৪৩
- বাড়িতে গণেশ স্থাপন করুন - ১৯ সেপ্টেম্বর সকাল ১১.০৭ থেকে ১.৩৪ এর মধ্যে।
গণেশ চতুর্থী পুজো বিধি
- গণেশ চতুর্থীতে গণপতি প্রতিষ্ঠার আগে পুজোর জায়গা ভালো করে পরিষ্কার করুন।
- বেদিতে হলুদ বা লাল কাপড় বিছিয়ে দিন। একটি শুভ সময়ে, গণপতিকে পূর্বমুখ করে স্থাপন করুন।
- এবার দূর্বা ঘাসে গঙ্গাজল ছিটিয়ে দিন । তাঁর উদ্দেশে হলুদ, চাল, চন্দন, গোলাপ, সিঁদুর, মৌলি, দূর্বা, মিষ্টি, মোদক, ফল, মালা ও ফুল নিবেদন করুন।
- তারপর ভগবান শ্রী গণেশের সঙ্গে শিব ও মা পার্বতীর পুজো করুন। লাড্ডু বা মোদক নিবেদন করুন এবং তারপর আরতি করুন।
- একইভাবে ১০ দিন ধরে প্রতিদিন সকাল-সন্ধ্যা পূজা-অর্চনা ও আরতি ও ভোগ নিবেদন করুন।
আরও পড়ুন :'কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন', ফলের কথা না ভেবে কর্ম? তা কীভাবে সম্ভব? কী বলছে গীতা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)