(Source: ECI/ABP News/ABP Majha)
Rudrabhishek Puja: শ্রাবণে রুদ্রাভিষেক করলে আশীর্বাদ মিলবে শিবের, কোন কোন দিকে খেয়াল রাখবেন?
Lord Shiva: কথিত রয়েছে এটি ভগবান শিবের প্রিয় মাস। এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় বলেও বলা হয়ে থাকে।
কলকাতা: ভগবান শিবের আরাধনা সারা বছর ধরেই হয়। কিন্তু শিবের পুজোর জন্য শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে সারা ভারতে শিবের পুজো করার জন্য ভিড় জমান ভক্তরা। হিন্দু ধর্মমতে শিবের পুজোর জন্য শ্রাবণ মাস পবিত্র। কথিত রয়েছে এটি ভগবান শিবের প্রিয় মাস। এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় বলেও বলা হয়ে থাকে।
ভগবান শিবের আরাধনা, উপাসনা এবং উপবাসের জন্য শবন মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে শবন মাসকে একটি পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ভোলেনাথের প্রিয় মাস। এমন অবস্থায় এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়।
হিন্দুধর্মে শিবপুজোয় রুদ্রাভিষেককে গুরুত্বপূর্ণ আচার হিসেবে বিবেচনা করা হয়। শ্রদ্ধার সঙ্গে অভিষেক করা হয় ভগবান শিবকে। বিশ্বাস রয়েছে যে নিয়ম-আচার মেনে রুদ্রাভিষেক করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। ফলে এই রুদ্রাভিষেকের সময় ঠিক কী কী আচার মেনে চলতে হয়, কী পদ্ধতিতে পুজো করা হয়, সেদিকে লক্ষ্য রাখতে চান সকলেই। সব আচার-বিধি জানা থাকলে বাড়িতেই করতে পারেন রুদ্রাভিষেক। তাছাড়া, পুরোহিতের মাধ্যমেও রুদ্রাভিষেক করাতে পারেন।
কী কী প্রয়োজন রুদ্রাভিষেকের জন্য:
রুদ্রাভিষেকের জন্য প্রয়োজন হবে গরুর দুধের তৈরি ঘি, চন্দন, পান, ধূপ, ফুল, চন্দন, পান, কর্পূর, মিষ্টি, ফল, মধু, দই, দুধ। এর সঙ্গেই শুকনো ফল, গোলাপজল, আখের রস, চন্দন, গঙ্গাজল, বিশুদ্ধ জল, সুপারি ইত্যাদি। রুদ্রাভিষেকের আগে এই উপকরণগুলো সংগ্রহ করে ফেলুন।
রুদ্রাভিষেক পদ্ধতি:
রুদ্রাভিষেক করার জন্য, শিবলিঙ্গ উত্তর দিকে রাখুন এবং যিনি পুজো করবেন তাঁর মুখ পূর্ব দিকে হওয়া উচিত। প্রথমে শৃঙ্গীতে গঙ্গাজল ঢেলে অভিষেক শুরু করুন। তারপর আখের রস, মধু, দই, দুধ, জল, পঞ্চামৃত ইত্যাদি তরল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। রুদ্রের অভিষেকের সময়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র: "ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। শিব তান্ডব স্তোত্র বা রুদ্র মন্ত্রও জপ করতে পারেন। শিবলিঙ্গে চন্দন লেপে দিন। শিবলিঙ্গের প্রতি পান, সুপারি ইত্যাদি নিবেদন করুন এবং ভোগ নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জ্বালান। এবার ১০৮ বার ভগবান শিবের মন্ত্র জপ করুন এবং আপনার পরিবারের সঙ্গে আরতি করুন। এরই সঙ্গে একটি পাত্রে রুদ্রাভিষেকের জল সংগ্রহ করতে থাকুন এবং পরে এই জল পুরো বাড়িতে ছিটিয়ে দিন।
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com কোনো ধরনের স্বীকৃতি, তথ্য নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: শ্রাবণে এবার রাখীপূর্ণিমা নয়, ভাদ্রে ২ দিন পাবেন রাখী বাঁধার সুযোগ, দেখুন কবে