Shanidev: শতভিষা নক্ষত্রে আরও শক্তিশালী শনি! ৫ রাশির ওপর থাকবে কৃপাদৃষ্টি
Shani Astrology: শনি যদি দয়ালু হন তবে সেই ব্যক্তির কাছে অর্থের অভাব হয় না এবং তিনি উন্নতির সিঁড়ি সহজে চিনে নিতে পারেন।
![Shanidev: শতভিষা নক্ষত্রে আরও শক্তিশালী শনি! ৫ রাশির ওপর থাকবে কৃপাদৃষ্টি Shanidev Saturday Astrology nakshtra Parivartan five zodiac signs get immense money Shanidev: শতভিষা নক্ষত্রে আরও শক্তিশালী শনি! ৫ রাশির ওপর থাকবে কৃপাদৃষ্টি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/21/fd66093bf1674f70b091c50fb5bf55e61716285410915223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শনির আশীর্বাদ পেলে মানুষ সব কাজে সাফল্য পায়। শনিদেব তার ভক্তদের খ্যাতি, সম্পদ, পদ এবং সম্মান প্রদান করেন। অন্যদিকে, যারা পাপ করে তাদের অনেক দুর্ভোগ দেন শনিদেব। কুণ্ডলীতে শনির শুভ অবস্থান সর্বহারাকেও রাজা করে। শনি যদি দয়ালু হন তবে সেই ব্যক্তির কাছে অর্থের অভাব হয় না এবং তিনি উন্নতির সিঁড়ি সহজে চিনে নিতে পারেন। আসুন জেনে নিই শনি শুভ হলে কী ধরনের চিহ্ন পাওয়া যায়।
কর্মফল ও ন্যায়ের দেবতা গ্রহরাজ শনিদেব রাহুর শতভিষা নক্ষত্রে বিরাজ করবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবসায় অত্যন্ত ভাল সময় আসছে৷ অন্যদিকে চাকরিজীবীদের জন্য দুর্দান্ত খবর আসতে চলেছে৷ অফিসে বাড়বে মান সম্মান ৷ মোটা টাকা বেতনও বাড়তে চলেছে৷
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন চাকরির অফার আসতে চলেছে ৷ মনের মত জায়গার বদলির সম্ভাবনা থাকছে ৷ উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন ৷ পরিশ্রমের ফল এবার পাবেন ৷ শনিদেবের আশীর্বাদ ধন্য হবেন ৷
কেরিয়ারে শুভ সময় তুলার জাতক-জাতিকাদের জন্য ৷ ধনলাভ হবে, কোনও ভাবেই খারাপ কাজ, ছল বা কপট করবেন না এতে শনিদেব রুষ্ট হবেন৷ আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হবে এবার ৷
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনিদেব মুখিয়ে আছেন দু'হাত ভরিয়ে দিতে ৷ যদি কোনও ব্যক্তি শনি দেবের আশীর্বাদ পান, তবে তিনি জীবনের সমস্যার পাশাপাশি তার সমাধানও পেয়ে যান। সবচেয়ে বড় দুর্ঘটনার পরও কোনো না কোনোভাবে বেঁচে যায় এই মানুষগুলো। এই মানুষরা সমাজে অনেক সম্মান লাভ করেন ।
আরও পড়ুন, হনুমানজির পুজোয় সামান্য ভুলেই নেমে আসতে পারে দুর্ভোগ! মঙ্গলবারে সাবধান না হলেই বিপদ
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)