Astrology: না জেনেই পায়ে কালো সুতো পরছেন? বিপদ ডেকে আনছেন না তো?
Black Thread: বেশির ভাগ মানুষই বলে, ছোটবেলায় বাবা-মা তাদের পা কালো সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন। এ কারণেই বড় হয়েও তা পরে ঘোরার অভ্যাস হয়ে যায়। তবে পায়ে কালো সুতো বাঁধার আলাদা তাৎপর্য রয়েছে।
কলকাতা: আপনি নিশ্চয়ই হাতে-পায়ে কালো সুতো পরা অনেককেই দেখেছেন। কেউ এটিকে ফ্যাশন হিসেবে দেখেন, আবার কেউ কেউ একে ধর্মীয় প্রবণতা হিসেবে দেখেন। অনেক সময় শিশুদের হাতে বা পায়েও কালো সুতো বেঁধে দেওয়া হয়। কিন্তু এটা কেন পরা হয় জানেন?
বেশির ভাগ মানুষই বলে, ছোটবেলায় বাবা-মা তাদের পা কালো সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন। এ কারণেই বড় হয়েও তা পরে ঘোরার অভ্যাস হয়ে যায়। তবে পায়ে কালো সুতো বাঁধার আলাদা তাৎপর্য রয়েছে। যুগ যুগ ধরে এভাবেই বেঁধে রাখার প্রথা চলে আসছে। আসুন জেনে নিই পায়ে কালো সুতো বাঁধার উপকারিতা এবং কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে।
ছায়া গ্রহ রাহু এবং কেতু বেশিরভাগই অশুভ প্রভাব দেয়। এক্ষেত্রে বাম পায়ে কালো সুতো পরলে উভয় গ্রহের অশুভ প্রভাব কমতে পারে। সেই সঙ্গে আর্থিক সঙ্কট থেকেও মুক্তি পাওয়া যায়। জ্যোতিষবিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতো উপকারি। এই তিন রাশির জাতক জাতিকারা অনায়াসে কালো সুতো পড়তে পারেন।
কিন্তু বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও শুভ নয় কালো সুতা । জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তাই এদের জন্য কালো রং শুভ নয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পায়ে কালো সুতো পরলে অশুভ দৃষ্টি হয় না। এর সাথে নেতিবাচক শক্তি দূরে থাকে, যার কারণে স্বাস্থ্য এবং উন্নতিতে কোনও খারাপ প্রভাব পড়ে না। এর পাশাপাশি যেসব শিশু বারবার চোখ বেঁধে যায় তাদের পায়ে কালো সুতো বেঁধে দিতে হবে।
শাস্ত্র মতে, মঙ্গলবার বাঁ পায়ে কালো সুতো পরলে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে শনিদেবের বিশেষ কৃপা লাভ হয়।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।