Artificial Intelligence Pregnancy: দীর্ঘ ১৮ বছর নিঃসন্তান, AI-এর দৌলতে অবশেষে সন্তানধারণ করলেন দম্পতি, পুরুষদের বন্ধ্যাত্বে আশার আলো
Male Infertility: নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক দম্পতি দীর্ঘ ১৮ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করছিলেন।

নয়াদিল্লি: দীর্ঘ ১৮ বছর ধরে নিঃসন্তান। চিকিৎসকরাও কার্যত হাত তুলে নিয়েছিলেন। কিন্তু যন্ত্রমেধার (Artificial Intelligence/AI) দৌলতে অসাধ্য সাধন হল। ১৮ বছর ধরে চেষ্টার পর সন্তানধারণে সক্ষম হলেন দম্পতি। গোটা ঘটনায় হতবাক চিকিৎকরাও। আগামী দিনে গর্ভধারণের ক্ষেত্রেও যন্ত্রমেধা সহায়ক হয়ে উঠবে বলে আশাবাদী তাঁরা। (Male Infertility)
নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক দম্পতি দীর্ঘ ১৮ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় IVF প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। স্বামীর Azoospermia রয়েছে বলেই তাঁরা সন্তানধারণে বাধা পাচ্ছিলেন। শেষ পর্যন্ত গবেষণারত বিজ্ঞানীদের বিশ্বাস করে AI-এর হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দেন। আর তাতেই লাভবান হয়েছেন। (Artificial Intelligence Pregnancy)
আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টার Sperm Tracking and Recovery System নামের নয়া প্রযুক্তি সামনে এনেছে, যা Azoospermia-র সমস্যায় ভোগা পুরুষদের আশা জোগাবে বলে মনে করছেন চিকিৎসকরা। Azoospermia থাকলে পুরুষদের দেহরসে শুক্রাণু পাওয়া যায় না। সাধারণ ক্ষেত্রে পুরুষদের দেহরসের একটি মাত্র নমুনাতে লক্ষ লক্ষ শুক্রাণু পাওয়া যায়। কিন্তু যাঁদের Azoospermia রয়েছে, মাইক্রোস্কোপে ঘণ্টার পর ঘণ্টা চোখ রেখেও তাঁদের দেহরসে শুক্রাণু খুঁজে পাওয়া যায় না।
আর তাতেই মহাকাশ বিজ্ঞান থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন এই তৈরি করেছেন বিজ্ঞানীরা। বহুদূরের নক্ষত্র, গ্রহের সন্ধান পেতে যে প্রযুক্তি ব্য়বহার করা হয়, এক্ষেত্রেও তা-ই অনুসরণ করা হয়েছে। হাই রেজলিউশন ইমেজিং প্রযুক্তির সাহায্যে মাত্র একঘণ্টার মধ্যে পুুরুষের দেহরসের নমুনার ৮০ লক্ষ ফ্রেম আলাদা করা সম্ভব। AI-এর সাহায্য়ে তার মধ্যে থেকে কার্যকর শুক্রাণু চিহ্নিত করা যায়।
এতদিন Azoospermia থাকলে যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার করাতে হতো পুরুষদের, অথবা খুঁজতে হতো ডোনার। কিন্তু STAR প্রযুক্তি সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চলেছে বলে মত চিকিৎসকদের। তাঁরা জানিয়েছেন, শুক্রাণু চিহ্নিতকরণের পর রোবটের মাধ্যমে সেগুলির কার্যক্ষমতা সংরক্ষণ করা হয়।
যে দম্পতি AI-এর সাহায্য়ে সন্তানধারণ করলেন, তাঁদের ক্ষেত্রে স্বামীর শরীরের শুক্রাণু বের করে এনে IVF পদ্ধতিতে স্ত্রীর ডিম্বাণুর উপর ব্যবহার করা হয়। আর তাতেই সন্তানধারণে সফল হোন স্ত্রী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এখন। ডিসেম্বরে তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। এই মুহূর্তে কলম্বিয়াতেই STAR প্রযুক্তি সীমিত। AI-এর সাহায্যে শুক্রাণু বের করে আনার খরচ প্রায় ৩০০০ ডলার, তবে IVF প্রক্রিয়ার চেয়ে অনেকটাই কম। কারণ IVF পদ্ধতিতে ওষুধ-পরীক্ষা সব ধরলে প্রায় ৩০০০০ ডলার খরচ হয়।
পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে আমেরিকায় পুরুষের মধ্যে বন্ধাত্ব্য ১০ থেকে ১৫ শতাংশ। তবে পৃথিবীর অন্যত্রও শুক্রাণুর কার্যকারিতা ক্রমশ কমছে পুরুষদের মধ্যে। বদলে যাওয়া পরিবেশ, জীবনযাপন, স্থূলতা, অস্বাস্থ্যকর ডায়েট, শারীরিক ভাবে সক্রিয় না হওয়াকেই এর জন্য দুষছেন চিকিৎসকরা।






















