Chandrayaan-3 : চাঁদের আরও কাছাকাছি বৃত্তাকার কক্ষপথে চন্দ্রযান ৩, আগামীকালই আলাদা হয়ে যাবে ল্যান্ডার 'বিক্রম'
Chandrayaan-3 Updates : ৩ অগাস্ট পালকের মতো হালকা স্পর্শে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। তার আগে আজ গুরুত্বপূর্ণ কক্ষপথ পরিবর্তন।
আরও এক পা সফলভাবে এগিয়ে গেল চন্দ্রযান - ৩ (Chandrayaan-3 ), জানাল ইসরো। আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে করে ফেলল চন্দ্রযান-৩। ইসরোর দেওয়া খবর অনুসারে, এখন ১৫৩ কিমি x ১৬৩ কিমি কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান ৩। এর আগে সোমবার একবার কক্ষপথ পরিবর্তন করে চাঁদের আরও কাছে এগিয়ে যায় চন্দ্রযান।
ইসরো জানিয়েছে এবার প্রপালশন Chandrayaan-3 Updates মডিউল এবং ল্যান্ডার মডিউলের আলাদা হয়ে যাওয়ার জন্য প্রস্তুতির সময়। চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফট ল্যান্ডিং অর্থাৎ পালকের মতো অবতরণ করানোই মূল লক্ষ্য ISRO-র। ভারতীয় মহাকাশ সংস্থা সূত্রে খবর, আগামী ১৭ অগাস্ট, প্রপালশন মডিউল থেকে পৃথক হয়ে যাবে ল্যান্ডার মডিউল। সহজ কথায় বলতে গেলে চন্দ্রযান-৩ থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার 'বিক্রম'। তারপর ২৩ অগাস্ট পালকের মতো হালকা স্পর্শে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। শেষে ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের দক্ষিণ মেরুতে নামানো হবে চন্দ্রযান ৩ কে।
ইসরোর কাছে কঠিন চ্যালেঞ্জ নিরাপদে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ কে অবতরণ করানো। এর আগে ২ বার ব্যর্থ হয়েছে ইসরোর চন্দ্রাভিযান। তাই এবার বাড়তি সতর্ক মহাকাশ গবেষণা কেন্দ্র। গত সপ্তাহে, ISRO চেয়ারম্যান এস সোমনাথ বলেন যে অবতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল যখন ল্যান্ডারের বেগ কমিয়ে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চূড়ান্ত অবতরণের পথে নিয়ে আসা হবে। এই সময় মহাকাশযানটিকে অনুভূমিক থেকে উল্লম্ব পথে এনে চাঁদের মাটিতে নামানো হবে।
Chandrayaan-3 Mission | ISRO tweets, "Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended. With this, the lunar bound maneuvres are completed. It’s time for preparations as the Propulsion Module and the… pic.twitter.com/YF7a6LyeC5
— ANI (@ANI) August 16, 2023
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর একের পর এক কঠিন ধাপ পার করেছে সে। ইসরো জানিয়েছে, আগে থেকে চন্দ্রযান-৩ এর জন্য যে অরবিট রিডাকশন ম্যান্যুভার পরিকল্পনা করা হয়েছিল সেই পথেই সফলভাবে অগ্রসর হয়েছে ভারতের মহাকাশযান।