Chandrayaan-3: পৃথিবীর 'মায়া কাটিয়ে' এবার চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান, কবে অবতরণ
Moon Mission Chandrayaan-3: ইসরোর তরফে জানান হয়েছে, চাঁদের উদ্দেশে যাত্রা করতে এখনও ৩.৮ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান-৩ কে।
নয়া দিল্লি: অবশেষে পৃথিবীর (Earth) মাধ্যাকর্ষণ (Gravitation) কাটিয়ে অবশেষে চাঁদের (Moon) উদ্দেশে যাত্রা করল চন্দ্রযান-৩ (Chandraayan-3)। নীল গ্রহের কক্ষপথে পাঁচবার প্রদক্ষিণ সেরে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান-৩। ১ অগাস্ট মাধ্যাকর্ষণ বল কাটিয়ে ইতিমধ্যেই লুনার ট্রান্সফার ট্র্যাজেকটরি (Lunar Transfer Trajectory) সিস্টেমে (System) মধ্যে প্রবেশ করতে চলেছে চন্দ্রযান-৩।
ইসরোর তরফে জানান হয়েছে, চাঁদের মাটি স্পর্শ করতে এখনও ৩.৮ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে চন্দ্রযান-৩ কে। অগাস্টের ৫ তারিখ লুনার অরবিট ইনসার্সনের কাজ শুরু হবে। মঙ্গলবার একটি ট্যুইটে ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ পৃথিবীকে ঘোরার কাজটি সম্পূর্ণ করে এবার চাঁদের উদ্দেশে যাত্রা করেছে। ট্রান্সলুনার অরবিটে যাওয়ার জন্য গতকালই চন্দ্রযান-৩ এর বেগবৃদ্ধি করেছিল ইসরো।
১ অগাস্ট সকাল ১২টা থেকে ১টার মধ্যে চাঁদের কক্ষপথ ধরতে পারে চন্দ্রযান, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।এই সময়ের জন্য মহাকাশযানের প্রোপালশন মডিউলের ইঞ্জিনগুলির বেগ বৃদ্ধি করল ইসরো। এই কাজটি করা হয়েছে, TLI-এর মাধ্যমে।এই TLI- Trans lunar injection হল এমন একটি কৌশল যা ট্রাজেক্টোরিতে সেট করতে ব্যবহৃত হয়। এই কাজে একটি রাসায়নিক রকেট ইঞ্জিন এই বেগ বৃদ্ধির কাজ করে। এর মাধ্যমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথ ধরার চেষ্টা করবে। তাই এই ট্রান্স লুনার ইঞ্জেকশন চন্দ্রযান অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) July 25, 2023
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
আরও পড়ুন, রাজার স্বপ্নে এসে মন্দির প্রতিষ্ঠার নির্দেশ মহাদেবের, তারকেশ্বরের অজানা কাহিনী
যদিও লুনার অরবিট ইনসার্শন করার প্রসেসটি যথেষ্ট জটিল। সেই সব কাটিয়ে যাতে সুষ্ঠ ভাবে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করতে পারে চন্দ্রযান-৩ সেই যান্ত্রিক ব্যবস্থা রেখেছে ইসরো। সোমবার মধ্যরাতে ট্রান্সলুনার ইঞ্জেকজন প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মহাকাশযানটিকে ঠেলে চাঁদের কক্ষপথের দিকে পাঠানোর জন্য এই প্রক্রিয়াটি চলে মোটামুটি ২৮ থেকে ৩১ মিনিট।