Mangalyaan-2 Mission: 'লোটাকম্বল' বেঁধে মঙ্গলে নামার তোড়জোড় ইসরোর, কী কী থাকছে 'ঝুলিতে' ?
ISRO Mangalyaan-2 Special Equipments: এবার মঙ্গল অভিযানে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি থাকবে বলে জানিয়েছে ইসরো। এই তালিকায় রয়েছে স্যাটেলাইট, স্কাই ক্রেন, সুপারসনিক প্যারাসুট, হেলিকপ্টার।
ISRO Mangalyaan-2 Special Equipments: এবার অত্যাধুনিক পদ্ধতিতে মঙ্গলযানের তোড়জোড় শুরু করল ইসরো। মঙ্গলযানের প্রথম অভিযান আগেই সংঘটিত হয়েছে। কিন্তু দ্বিতীয় অভিযান তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। মঙ্গলের মাটিতে পা রাখার জন্য এবার আমেরিকা ও চিনের মতোই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেবে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা। সম্প্রতি ন্যাশনাল টেকনোলজি ডে-র দিন একটি প্রোজেক্ট প্রেসেন্টশন করে ইসরো।সেখানেই দেখা গিয়েছে গোটা পরিকল্পনা।
মঙ্গলযানের জন্য নয়া পরিকল্পনা
মঙ্গলযানের জন্য স্কাই ক্রেন, সুপারসনিক প্যারাসুট, হেলিকপ্টার ও রোভারের ব্যবস্থা করবে ইসরো। এর আগে মঙ্গলের মাটিতে অবতরণের জন্য এই ধরনের প্রযুক্তি একমাত্র ব্যবহার করেছিল আমেরিকা ও চিন। এবার সেই দলেই নাম লেখাতে চলেছে ভারত। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে পার্সিভারেন্স রোভার পাঠানো হয়েছিল মঙ্গলে। এই রোভারটি চাঁদে অবতরণের সময় হেলিকপ্টার, প্যারাসুট ও স্কাই ক্রেনের এই কম্বো ব্যবস্থাটি ছিল। এবার মঙ্গলযান ২-র (Mangalyaan-2 Mission) অবতরণের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে জানিয়েছে ইসরো।
কী কাজ স্কাই ক্রেনের ?
প্রসঙ্গত, নাসার স্কাই ক্রেন রোভারটিকে মঙ্গলের মাটিতে নামতে সাহায্য করেছিল। এটি রোভারকে সোজা অবস্থায় নামতে সাহায্য করে। অনেকটা উপর থেকে নামার সময় রোভারটি উল্টে যেতে পারে। অর্থাৎ মাথার দিকটা নিচের দিকে চলে যেতে পারে। কিন্তু স্কাই ক্রেন থাকলে সেই সম্ভাবনা আর থাকে না। অন্যদিকে দ্রুত কাজ শুরু করতেও সাহায্য করে স্কাই ক্রেন। মঙ্গলের মাটি সমতল না হলেও চাপ হয় না রোভারের। কারণ নেপথ্যে তাকে সাহায্য করে স্কাই ক্রেন।
হেলিকপ্টার কী করবে ?
মঙ্গলের বাতাস অনেকটাই পাতলা। এই বাতাসে ঠিকমতো উড়তে পারে এমন একটি হেলিকপ্টার তৈরি করছেন ইসরোর ইঞ্জিনিয়াররা। কিন্তু কেন হঠাৎ মঙ্গলের বাতাসে হেলিকপ্টার ওড়াতে চাইছে ইসরো ? জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে বলা হয়েছে, এই হেলিকপ্টার মঙ্গল গ্রহের আবহাওয়া নিরীক্ষণ করবে। পাশাপাশি লাল গ্রহের আবহাওয়ার একটি ম্যাপিং অর্থাৎ নকশা গড়ে রাখবে।
থাকছে স্যাটেলাইটও
এতকিছুর সঙ্গে আরেকটি জিনিস জুড়ে দেবে ইসরো। সেটি হল স্যাটেলাইট। এই স্যাটেলাইটের মাধ্যমে খবর সরাসরি এসে পৌঁছাবে ইসরোর কেন্দ্রে। খবর পেতে যাতে কোনও সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Lunar Railway System: চন্দ্রপৃষ্ঠেও গড়াবে ট্রেনের চাকা? চাঁদের বুকে রেল যোগাযোগ গড়ে তোলার পথে NASA