Air Pollution: পঞ্জাব থেকে পাকিস্তানে প্রবেশ, বিষাক্ত ধোঁয়াশা বিস্তৃত বঙ্গোপসাগর পর্যন্ত, দেখাল NASA
NASA Overview Satellite: দিল্লিতে দূষণের প্রকোপের জন্য পড়শি রাজ্য পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছে।
নয়াদিল্লি: দীপাবলির আগে দূষণের প্রকোপে যুঝছে উত্তর ভারত (Air Pollution)। ধোঁয়াশায় কার্যত অন্ধকার রাজধানী দিল্লি। তবে দূষণের প্রকোপ শুধু সীমাবদ্ধ নয়। বরং বাংলাতেও তার প্রভাব পড়তে চলেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইট থেকে তোলা ছবিতে অন্তত তেমনই দৃশ্য চোখে পড়েছে। (NASA Overview Satellite
দিল্লিতে দূষণের প্রকোপের জন্য পড়শি রাজ্য পঞ্জাব এবং হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছে। সেই ধোঁয়া এবং কুয়াশার মিশে তৈরি ধোঁয়াশার বিস্তৃতি এবার চোখে পড়ল পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, বাংলার উপরও তার ছায়া পড়ছে। নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে তা স্পষ্ট ধরা পড়েছে।
NASA-র ওয়র্ল্ডভিউ স্যাটেলাইট ওই ছবি তুলেছে, যাতে পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিষাক্ত ধোঁয়াশায় আকাশ ঢেকে থাকতে দেখা গিয়েছে। উত্তর ভারতে ফসলের গোড়া পোড়ানোর জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। NASA জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ফসলের গোড়া পোড়ানোয় ৭৪০ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে।
আরও পড়ুন: Nitish Kumar: বিধানসভায় দাঁড়িয়ে ‘সেক্স টক’, নিন্দায় সরব মোদিও, ক্ষমা চেয়েও নীতীশ বললেন ভুল কী?
NASA প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, ২৯ অক্টোবর উত্তর ভারতে ফসলের গোড়া পোড়ানোর ১ হাজার ৬৮টি ঘটনা সামনে আসে। চলতি মরশুমে একদিনের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বাধিক। এ নিয়ে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া জানায় সুপ্রিম কোর্টও। অবিলম্বে ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে বলা হয়। তার পরও যদিও দূষণের প্রকোপ কমেনি। লুকিয়ে চুরিয়ে ফসলের গোড়া পোড়ানোর ঘটনাও সামনে এসেছে।
এই আবহে বুধবার সকালে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণমান সূচক ৫০০ পর্যন্ত উঠে যায়। গত ছয় দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে দিল্লি। পরিস্থিতির মোকাবিলা করতে পালা করে শহরে জোড় এবং বিজোড় সংখ্যার গাড়ি নামানোর পাশাপাশি ডিজেল ট্রাকের আনাগোনা এবং নির্মাণকার্য আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দূষণের হাত থেকে রক্ষা পেতে কেন্দ্র এবং রাজ্যগুলিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সরকারকে অবিলম্বে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে বলা হয়েছে। ফসলের গোড়া পোড়ানো কী করে বন্ধ করা যায়, তার সমাধান সূত্র বের করতে নির্দেশ দিয়েছে আদালত। দূষণ নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে পদক্ষেপ করতে বলা হয়েছে।