Earth 2.0: পৃথিবী ২.০! মধ্যিখানে ১২ আলোকবর্ষের দূরত্ব, ভিন্গ্রহ থেকে ফের এল রেডিও সিগনাল
Space News:যে গ্রহ থেকে রেডিও সিগনাল এসে পৌঁছেছে পৃথিবীতে, সেটি পৃথিবীরই আকারের বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: একবার নয়, দু'বার নয়, বার বার, লাগাতার। বহির্জগৎ থেকে এসে পৌঁছচ্ছে সিগনাল (Science News)। তাতেই পৃথিবীর বিকল্প গ্রহের সম্ভাবনা জোরাল হচ্ছে আরও। কারণ আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত একটি গ্রহ এবং যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে সে, সেই নক্ষত্র থেকে রেডিও সিগনাল পৃথিবীতে এসে পৌঁছেছে বলে দাবি বিজ্ঞানীদের (Space News)। তাতেই বিজ্ঞানীদের ধারণা, আমাদের সৌরজগতের বাইরের ওই গ্রহেরও হয়ত চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। এমনকি সেখানেও বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে বলে অভিমত বিজ্ঞানীদের একাংশের।
পৃথিবী থেকে ওই গ্রহের দূরত্ব মাত্র ১২ আলোকবর্ষ
যে গ্রহ থেকে রেডিও সিগনাল এসে পৌঁছেছে পৃথিবীতে, সেটি পৃথিবীরই আকারের বলে জানা গিয়েছে। ওই গ্রহ এবং সেটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করে, পৃথিবী থেকে দু'টির দূরত্বই ১২ আলোকবর্ষ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যে নক্ষত্র থেকে রেডিও সিগনাল এসে পৌঁছেছে, সেটি YZ Ceti নামে পরিচিত। তাকে প্রদক্ষিণ করে চলা গ্রহ YZ Ceti b. সেটি একটি পাথুরে গ্রহ। নিউ মেক্সিকো থেকে গবেষণা চালানোর সময় ওই দীর্ঘকার রেডিও তরঙ্গ ধরা পড়ে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে ওই গ্রহ এবং নক্ষত্রের সংযোগের ফলেই রেডিও সিগনালের উৎপত্তি ঘটে।
আর তাতেই পৃথিবীর বিকল্প গ্রহের সম্ভাবনা জোরাল হচ্ছে। কারণ চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষা করে। তার ফলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে। কারণ সূর্য থেকে নিঃসৃত পার্টিকল এবং প্লাজমার পৃথিবীর বুকে এসে আছড়ে পড়া আটকায় এই চৌম্বকীয় ক্ষেত্র। সেগুলিকে বিপথগামী করে তোলে। তাই আমাদের সৌরজগতের বাইরের কোনও গ্রহে এমন বায়ুমণ্ডলের অস্তিত্ব থাকলে, সেখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশও থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের (Earth 2.0)।
আরও পড়ুন: Dunzo Layoffs: প্রায় ৩০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করল ডুনজো
সোমবার 'নেচার অ্যাস্ট্রোনমি' জার্নালে এই সংক্রান্ত বিশদ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে গবেষণার নেতৃত্বে থাকা, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের জ্যোতির্পদার্থবিদ সেবাস্টিয়ান পিনেডা বলেন, "প্রথমে এক ঝলক চোখে পড়েছিল। অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। ফের যখন চোখে পড়ল, তাতেই ইঙ্গিত পেলাম যে, সেখানে কিছু থাকলেও থাকতে পারে।"
আমাদের সৌরজগতের বাইরের ওই গ্রহ প্রাণধারণের উপযোগী কিনা, তা জানতে অনেক দূর যেতে হবে। কিন্তু পৃথিবী থেকে অন্য গ্রহের রেডিও তরঙ্গ যদি ধরা পড়ে, তাতে বোঝা যায়, অত্যন্ত শক্তিশালী ছিল ওই রেডিও তরঙ্গ। বিজ্ঞানীদের মতে, গ্রহের অস্তিত্ব নির্ভর করে তার চৌম্বকীয় ক্ষেত্রের উপর। এর আগে, সৌরজগতের বাইরে অবস্থিত, বৃহস্পতির সমান আয়তনের একটি গ্রহেও চৌম্বকীয় ক্ষেত্রের হদিশ পান বিজ্ঞানীরা। তবে পৃথিবীর সমান আয়তন হলে চৌম্বকীয় ক্ষেত্র খুঁজে পাওয়া কিছুটা দুষ্করই হয়। সাধারণত চোখ এড়িয়ে যায়।
সৌরজগতের বাইরের গ্রহ-নক্ষত্রের বায়ুমণ্ডল নিয়ে কাটাছেঁড়া
এখানে যে গ্রহের কথা বলা হচ্ছে, সেই YZ Ceti b গ্রহটি YZ Ceti নক্ষত্রকে মাত্র দু'দিনে প্রদক্ষিণ করে। সেই তুলনায় আমাদের সৌরজগতে বুধই সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় নেয়, ৮৮ দিন। এই রেডিও তরঙ্গ বিজ্ঞানীদের সৌরজগতের বাইরের গ্রহ-নক্ষত্রের বায়ুমণ্ডল নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে। আপাতত সৌরজগতের বাইরের আবহাওয়াকে 'এক্সট্রা সোলার স্পেস ওয়েদার' বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা।






















