এক্সপ্লোর
Advertisement
যুবরাজের ছয় ছক্কার এক যুগ পার, ফিরে দেখা ভারতীয় ক্রিকেটের সেই অবিস্মরণীয় মুহূর্ত
সেই ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ। এটি এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান।
নয়াদিল্লি: ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে যুবরাজ সিংহের ৬টি ছক্কা মারার ১২ বছর পূর্তি আজ। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর কিংসমিডে সেই বিরল কীর্তি গড়েছিলেন যুবরাজ। ফিরে দেখা যাক ভারতীয় ক্রিকেটের সেই অবিস্মরণীয় ঘটনা।
২০০৭ সালেই প্রথমবার টি-২০ বিশ্বকাপের আসর বসে। সেমি-ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি জিততেই হত ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের পথেই এগোচ্ছিল ভারত। ১৮ ওভারের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭১। ক্রিজে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিংহ। সেই ওভারে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে দু’টি বাউন্ডারি মারেন যুবরাজ। ওভারের শেষে তাঁর সঙ্গে বিবাদে জড়ান ফ্লিনটফ। সেটাই যুবরাজকে উদ্দীপ্ত করে তোলে। ১৯-তম ওভারে বল করতে আসেন ব্রড। তাঁর ৬টি বলই সীমানার বাইরে গিয়ে পড়ে।
সেই ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ। এটি এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান। সেদিন ১৬ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ। ভারতীয় দল ৪ উইকেটে ২১৮ রান করে। জবাবে ৬ উইকেটে ২০০ রানেই থেমে যায় ইংল্যান্ড। ১৮ রানে ম্যাচ জেতে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement