এক্সপ্লোর
Advertisement
যোগেশ্বরের অলিম্পিক্স মেডেল বদলে যেতে পারে সোনায়!
নয়াদিল্লি: ব্রোঞ্জ থেকে রুপো। তারপর এবার সোনা? ভারতের কুস্তিগীর যোগেশ্বর দত্তর ২০১২-র লন্ডন অলিম্পিক্সের মেডেল বদলে যেতে পারে সোনায় । সংবাদসংস্থা পিটিআই সূত্রে পাওয়া খবরের ইঙ্গিত সেদিকেই। ডোপিংয়ের অভিযোগ উঠেছে লন্ডন অলিম্পিক্সের সোনাজয়ী আজারবাইজানের আসগারভের বিরুদ্ধে। ফলে পদক হারাতে পারেন তিনি। এর আগে ওই একই বিভাগে রুপোজয়ী কুদুখোভের বিরুদ্ধেও ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। তিনিও লন্ডন অলিম্পিক্সের পদক হারিয়েছেন। তাই কুস্তির ৬০ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জজয়ী যোগেশ্বর এবার পেয়ে যেতে পারেন অলিম্পিক্স সোনাও। যা ইতিপূর্বে পাননি কোনও ভারতীয় কুস্তিগীর। যোগেশ্বর সোনা পেলে, তা হবে অভিনব বিন্দ্রার পর কোনও ভারতীয়র ব্যক্তিগত ইভেন্টে জেতা দ্বিতীয় সোনা। যদিও দ্বিতীয় দফায় যোগেশ্বরের ডোপ পরীক্ষা এখনও বাকি।
আসলে ইন্টারন্যাশনাল অলিম্পিক্সে কমিটি ২০১২-র লন্ডন অলিম্পিক্স ও ২০০৮-এর বেজিং অলিম্পিক্সের খেলোয়াড়দের নমুনা নতুন পদ্ধতির সাহায্যে পরীক্ষা করেছে। এর মাধ্যমে আগে কোনও ডোপিং করে থাকলে তা ধরা পড়তে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement