(Source: ECI/ABP News/ABP Majha)
Rohan Bopanna: ইন্ডিয়ান ওয়েলসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বোপান্না, আছেন নাগালও
2024 Indian Wells Masters: ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগালকেও দেখা যাবে টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ওয়েলস।
নয়াদিল্লি: কিছুদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) পুরুষদের ডাবলসে জিতেছিলেন রোহন বােপান্না (Rohan Bopanna)। ডাবলসে ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে গিয়েছেন বর্ষীয়ান এই টেনিস তারকা। এবার আসন্ন ইন্ডিয়ান ওয়েলস ২০২৪ (Indian Wells 2024) টুর্নামেন্টে ভারতের হয়ে কোর্টে নামতে চলেছেন বোপান্না। একই সঙ্গে সিঙ্গলসে ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগালকেও দেখা যাবে টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান ওয়েলস।
বোপান্না তাঁর অস্ট্রেলিয়ান পার্টনার এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ডাবলসে। এবার ইন্ডিয়ান ওয়েলসেও তাঁকে নিয়েই নামবেন বোপান্না। অন্য়দিকে সিঙ্গলসে লড়াই করবেন সুমিত নাগাল। ডব্লিউটিএ সিঙ্গলসের ক্রমতালিকায় প্রথম একশোতে ঢুকে পড়েছেন সুমিত। এবার ইন্ডিয়ান ওয়েলসে খেতাবি জয়ের দৌড়ে নামবেন এই তরুণ টেনিস প্লেয়ার। ডাবলসের ক্যাটাগরিতে জ্যাক সিনার, আন্দ্রে রুবলেভ, টেলর ফ্রিৎজ ও আলেকজান্ডার জেভেরেভও খেলতে নামবেন ইন্ডিয়ান ওয়েলসে।
উল্লেখ্য, ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে একটি বার্ষিক টেনিস টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, যুক্তরাষ্ট্র ওপেন ও উইম্বলডন বিশ্বের অন্যতম বড় টেনিস টুর্নামেন্ট এটি। এটিকে প্রায়ই "পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম" বলা হয়। গড়ে প্রায় আড়াই লাখ দর্শক এখানে খেলা দেখতে আসেন।
এটি মার্চ মাসের শুরুতে মায়ামি মাস্টার্সের আগে অনুষ্ঠিত হয় এবং এর মূল ড্র ৮ দিনেরও বেশি সময় ধরে খেলা হয়। মহিলাদের ড্র সাধারণত বুধবারে শুরু হয় এবং পরের সপ্তাহের শনিবারে শেষ হয়। পুরুষদের ড্র শুক্রবারে শুরু হয়ে পরবর্তী সপ্তাহের রবিবারে শেষ হয়। মহিলা ও পুরুষ উভয় ক্ষেত্রেই একক খেলার ড্র-তে ৯৬ জন খেলোয়াড় অংশ নেন। ৩২ জন বাছাই খেলোয়াড় সরাসরি ২য় রাউণ্ডে প্রবেশ করেন।
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারিয়ে দিয়েছিলেন রোহন-এবডেন জুটি।৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নজির গড়েছিলেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গিয়েছেন।