৬ মাস পর শতরান, বিরাটকে অভিবাদন জানিয়ে সৌরভের ট্যুইট, ‘হোয়াট এ প্লেয়ার’
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ারও।
পোর্ট অব স্পেন: বিগত মার্চ মাসের ৮ তারিখ, রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট কোহলি। তারপর ৬ মাস, একাধিক অর্ধশতরান এলেও শতরানের মুখ দেখেননি ভারত অধিনায়ক। বিশ্বকাপে ৫টি অর্ধশতরানের ইনিংস খেললেও বিরাটের ব্যাট শতরানের গণ্ডি টপকাতে পারেনি। অবশেষে বহু প্রতিক্ষিত শতরান এল বিরাটের ব্যাট থেকে। পোর্ট অব স্পেনের ক্যুইনস পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করলেন বিরাট। ওয়ান ডে-তে এটি বিরাটের ৪২ তম শতরান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭টি শতরান হয়ে গেল বিরাটের। এই শতরানটি করতে বিরাট নিয়েছেন ১১২টি ডেলিভারি। এই ইনিংসে রয়েছে ১১টি চার এবং ১টি ছয়।
Here comes the CENTURY for #KingKohli 💯
His 42nd ton in ODIs 🙌👏 Live - https://t.co/HYucfevoBN #WIvIND pic.twitter.com/RGPtHkFMAe — BCCI (@BCCI) August 11, 2019
বিরাটের এই শতরানের পর ট্যুইটে সবথেকে দ্রুত অভিবাদন জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, “ওয়ান ডে ক্রিকেটে আরও একটা মাস্টার ক্লাস।”
Virat kohli another master class in one day cricket @imVkohli @BCCI .. what a player
— Sourav Ganguly (@SGanguly99) August 11, 2019
প্রসঙ্গত, এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ারও।
Shreyas Iyer making the most of the opportunity as he brings up his 3rd ODI FIFTY. Live - https://t.co/HYucfevoBN #WIvIND pic.twitter.com/BKXA6Bs2XN
— BCCI (@BCCI) August 11, 2019