এক্সপ্লোর
Advertisement
দেখুন: ৪৩ মিনিট, ৩৯ বল খেলে প্রথম রান স্মিথের, করতালি দিয়ে বাহবা দর্শকদের
পাঁচ টেস্টে চতুর্থ শতরান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশানের। তাঁর ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টেও দাপট অস্ট্রেলিয়ার। ২৫ বছরের এই ব্যাটসম্যানকে ক্রিজে সঙ্গত করলেন স্টিভ স্মিথ।
সিডনি: পাঁচ টেস্টে চতুর্থ শতরান অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশানের। তাঁর ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টেও দাপট অস্ট্রেলিয়ার। ২৫ বছরের এই ব্যাটসম্যানকে ক্রিজে সঙ্গত করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যানও টেস্টে তাঁর কেরিয়ারের ২৯ তম হাফসেঞ্চুরি করলেন। কিন্তু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু করেই পরিচিত ছন্দে দেখা গেল না স্মিথকে। ব্যাট করতে নেমে খাতা খুলতে দীর্ঘ প্রতীক্ষা করতে হল তাঁকে। ৪৩ মিনিট ক্রিজে থেকে ৩৯ বল খেলে প্রথম রানটি করলেন স্মিথ। আর দীর্ঘ অপেক্ষার পর প্রথম রানটি নেওয়ার পর দর্শকরা দর্শকরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বাহবা দিলেন তাঁকে।
৩৮ টি বলে কোনও রান করতে না পারার পর নিল ওয়েগনারের বল বল স্কোয়ার লেগে পাঠিয়ে দ্রুত একটি সিঙ্গল নিয়ে খাতা খোলেন স্মিথ। আর এই রান নিতে গিয়ে প্রায় রান আউট হতে হতেও রক্ষা পান লাবুশানে। এক রান নিয়ে খাতা খোলার পর স্মিথও এসসিজি-র দর্শকদের বাহবার জবাবে হাত তুলে অভিবাদনও জানালেন স্মিথ। তিনি শেষপর্যন্ত ৬৩ রান করে আউট হন। অস্ট্রেলিয়া চলতি সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৮৩।The emperor (Steve Smith) has scored his first run at his SCG kingdom. The faithfuls celebrated as if it was a 100 @scg #scg #AUSvNZ pic.twitter.com/2RNizC0S1W
— Vijay Arumugam (@vijayarumugam) January 3, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement