এক্সপ্লোর
Advertisement
১৯ ডিসেম্বর আইপিএলের নিলামে উঠছেন ৭১৩জন ভারতীয়-সহ ৯৭১ ক্রিকেটার
আটটি দল মোট ৭৩জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে। তালিকায় থাকা ৯৭১জন ক্রিকেটারের মধ্যে ২১৫জন ক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলা) ও ৭৫৪জন আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব না করা)।
মুম্বই: কলকাতায় বসছে ত্রয়োদশ আইপিএলের নিলামের আসর। ১৯ ডিসেম্বর। সেদিন নিলামে তোলা হবে মোট ৯৭১জন ক্রিকেটারকে। যাঁদের মধ্যে ৭১৩জন ভারতীয়। ২৫৮জন বিদেশি ক্রিকেটারও থাকবেন নিলামে।
আটটি দল মোট ৭৩জন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে। তালিকায় থাকা ৯৭১জন ক্রিকেটারের মধ্যে ২১৫জন ক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলা) ও ৭৫৪জন আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব না করা)। এছাড়া অ্যাসোসিয়েট দেশ থেকে দুই ক্রিকেটারও থাকবেন নিলামের তালিকায়।
ভারতীয়দের মধ্যে ১৯জন ক্যাপড ও ৬৩৪জন আনক্যাপড ক্রিকেটার উঠবেন নিলামে। আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ৬০জন এমন আছেন, যাঁরা আইপিএলে অন্তত একটি ম্যাচ খেলেছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৯৬জন ক্যাপড এবং ৬০জন আনক্যাপড। অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ৫৫জন উঠছেন নিলামে। দক্ষিণ আফ্রিকার ৫৪জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার ৩৯জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২ ও আফগানিস্তানের ১৯জন ক্রিকেটার নিলামে উঠছেন। নিলামে উঠবেন বাংলাদেশের ৬, জিম্বাবোয়ের ৩ এবং নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement