এক্সপ্লোর
Advertisement
রিও অলিম্পিকে শুভেচ্ছা-দূত: সলমনের সমর্থনে রহমান
নয়াদিল্লি: রিও অলিম্পিকে শুভেচ্ছা-দূত হওয়ার প্রস্তাব পাওয়ার কথা উড়িয়ে দিলেন এ আর রহমান। তিনি জানিয়েছেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এধরনের কোনও প্রস্তাব তিনি পাননি। কিন্তু ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত সুপারস্টার সলমন খানের পাশেই দাঁড়িয়েছেন গীতিকার।
“পেলে: বার্থ অফ আ লেজেন্ড” ছবির ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রহমান। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, অলিম্পিকে শুভেচ্ছা-দূত হওয়ার প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা। উত্তরে তিনি বলেন, কোনও প্রস্তাব তিনি পাননি। প্রথম প্রেসের কাছ থেকেই কথাটা জানতে পারেন তিনি। ব্যক্তিগতভাবে তাঁর কাছে কোনও মেল যায়নি।
ওই অনুষ্ঠানেই তাঁকে সলমনের শুভেচ্ছা-দূত হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এপ্রসঙ্গে তিনি বলেন, তিনি(সলমন) খুবই জনপ্রিয় মুখ। তিনি হবেন না কেন?
প্রসঙ্গত, সলমন অলিম্পিকে শুভেচ্ছা-দূত হিসেবে মনোনীত হওয়ার পর এনিয়ে বিতর্ক শুরু হয়। ক্রীড়াবিদ মিলখা সিংহ, কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং ক্রিকেটার গৌতম গম্ভীর সলমনের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য, সলমনের পরিবর্তে ওই স্থানে ক্রীড়াজগতের কোনও ব্যক্তিত্বই বেশি গ্রহণযোগ্য।
কিন্তু সলমনের পাশেই দাঁড়ালেন রহমান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement