AB De Villers On Virat: কোহলিকে উড, রজার, নাদাল, জোকারের সঙ্গে একই আসনে বসালেন এবিডি
AB De Villers On Virat Update: আইপিএলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। বিরাটের নেতৃত্বে আরসিবির জার্সিতে দীর্ঘ কয়েক বছর খেলেছেন এবি ডেভিলিয়ার্স।
সেঞ্চুরিয়ন: বিরাট কোহলি। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্য়াটারদের তালিকায় তিনি থাকবেন। ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই প্রতিপক্ষ বোলারদের চিন্তার কারণ তিনি। আইপিএলে আরসিবির জার্সিতে খেলছেন প্রথম থেকেই। সেখানেই প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একসঙ্গে খেলেছিলেন। এবিডির সঙ্গে কোহলির বন্ধুত্ব নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বড় বয়ান দিলেন বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি।
এক সাক্ষাৎকারে কোহলিকে কিংবদন্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল, টাইগার উডস ও নোভাক জকোভিচের সঙ্গে তুলনা করেছেন ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ''আমি কয়েকজন কিংবদন্তির নাম নিচ্ছি। টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ তাঁরা, যাঁদের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে, তাঁরা প্রত্যেক পদক জেতার জন্য ক্ষুধার্ত। প্রত্যেকের মধ্যে জয়ের অদম্য ইচ্ছে রয়েছে। লড়াইয়ের মানসিকতা রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। কখনও হার না মানা মনোভাব। আমি রোনাল্ডো ও মেসির মধ্যেও এই বিষয়টা দেখেছি। বিরাট কোহলির মধ্যেও তা দেখতে পাই আমি। ওঁদের সমকক্ষ বলতেই পারি।''
এবিডি আরও বলেন, ''বিরাটের একটা অসাধারণ হৃদয় রয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওঁর মত একজন আবেগপ্রবণ প্লেয়ারের সঙ্গে আমি খেলতে পেরেছি। মাঠে সবসময় একজন ফাইটার ও। সবসময় নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরাট, যখনই কারও প্রয়োজন পরেছে, বিরাট এগিয়ে এসেছে।''
এদিকে গতকাল থেকে শুরু হয়েছে ওয়ান ডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।