এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আইপিএল-এর সেরা একাদশ বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স, ওপেনার সহবাগ-রোহিত, অধিনায়ক ধোনি
গোটা দল- বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
![আইপিএল-এর সেরা একাদশ বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স, ওপেনার সহবাগ-রোহিত, অধিনায়ক ধোনি AB de Villiers picks MS Dhoni over Virat Kohli as captain of his star-studded IPL XI আইপিএল-এর সেরা একাদশ বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স, ওপেনার সহবাগ-রোহিত, অধিনায়ক ধোনি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/02015846/Will-return-if-MS-Dhoni-is-around-says-AB-de-Villiers-on-playing-World-Cup-2023.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আইপিএল-এ তাঁর পছন্দের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি এই দলে চার বিদেশির মধ্যে নিজেকে রেখেছেন। বাকি তিন বিদেশি হলেন বেন স্টোকস, রশিদ খান ও কাগিসো রাবাডা।
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে কথোপকথনের সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন, ‘আমি এই দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের কথাও ভেবেছিলাম। তবে শেষপর্যন্ত নিজেকেই বেছে নিয়েছি। ওদের পরিবর্ত হিসেবে রেখেছি।’
এই দলের ওপেনার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ ও মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে স্টোকস। ৬ নম্বরে ধোনি। সাত নম্বরে রবীন্দ্র জাডেজা। আট নম্বরে আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ। এরপর যথাক্রমে ভুবনেশ্বর কুমার, রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
গোটা দল- বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)