AB De Villiers Viral: ফের ব্যাট হাতে নেমে পড়লেন এবি ডিভিলিয়ার্স
AB De Villiers: সদ্যই ভারতে এসেছেন এবি ডিভিলিয়ার্স। বেঙ্গালুরুদর্শনের পর মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গেও সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
![AB De Villiers Viral: ফের ব্যাট হাতে নেমে পড়লেন এবি ডিভিলিয়ার্স AB De Villiers playing street cricket with fans in Mumbai, watch video AB De Villiers Viral: ফের ব্যাট হাতে নেমে পড়লেন এবি ডিভিলিয়ার্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/3cb359544fe70474c20d7a372b6e5f911667872373454507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা তথা দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স বর্তমানে ভারতে। প্রথমে বেঙ্গালুরুদর্শনের পর তিনি এসে পৌঁছেছেন মুম্বইতে। সেখানে সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎও করেন ডিভিলিয়ার্স। ভারতীয় কিংবদন্তির সঙ্গে দেখা করার পর রাতেই মুম্বইতে ব্যাট নিয়ে নেমে পড়লেন এবিডি। তবে কোনও মাঠ নয়, মুম্বইয়ের রাস্তাতেই ক্রিকেটে মজলেন ডিভিলিয়ার্স।
রাস্তায় ক্রিকেট
রাতের আলোয় ব্যাট হাতে স্বমহিমায় দেখায় এবিডিকে। টেনিস বলে রাস্তায় খেললেও, 'টেক্সটবুক ডিফেন্স' থেকে চেনা কভার ড্রাইভ খেলতে দেখা যায় ডিভিলিয়ার্সের ব্যাটে। বেশ খোশমেজাজেই অনুরাগীদের সঙ্গে ক্রিকেট খেলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। ভারতে ডিভিলিয়ার্সের অনুরাগীর কমতি নেই। তাঁকে দেখার জন্য স্বাভাবিকভাবেই রাস্তায় অনুরাগীদের ভিড় জমে যায়।
AB De Villiers playing street cricket with fans in Mahalaxmi, Mumbai. pic.twitter.com/diVDLx86BH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2022
তেন্ডুলকর সাক্ষাৎ
ওইদিনই সকালে সচিন তেন্ডুলকরের এক সাক্ষাৎকার নেন ডিভিলিয়ার্স। সচিনের সঙ্গে কথোপকথন নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করে ডিভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করতে আমি ভীষণ উত্তেজিত। ওঁ আমার অনুপ্রেরণা। খেলোয়াড় হিসাবে যেভাবে ওঁ মাঠ ও মাঠের বাইরে নিজেকে সামলাত, তা এককথায় অনবদ্য। ওঁ অবসর গ্রহণ করলেও, এখনও কিছুই বদলায়নি। এখনও ওঁ লক্ষ লক্ষ ক্রিকেটারদের অনুপ্রেরণা এবং আমিও তাদের মধ্যে একজন।' সচিনের সঙ্গে সাক্ষাৎকারের পরেও নিজের প্রতিক্রিয়া জানান দেন ডিভিলিয়ার্স।
View this post on Instagram
গত নভেম্বরেই ডিভিলিয়ার্স সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এবিডি ২২৮টি ওয়ান ডে, ১১৪ টি টেস্ট ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলেও ১৮৪টি ম্যাচ খেলে পাঁচ হাজারের অধিক রান রয়েছে ডিভিলিয়ার্সের দখলে। ভারত তাঁর বরাবরই প্রিয়। তাই ভারতে এসে ফের একবার ভারতীয় জনগণের সঙ্গে খোশমেজাজে সময় কাটালেন এবিডি।
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের জন্য ডেকে পাঠানো হয়েছিল বাবা-মাকে! সতীর্থের মুখে সূর্যকুমারের অজানা গল্প
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)