Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী
ABP Ananda Live: কার্তুজকাণ্ডে গ্রেফতার বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী। সব মিলিয়ে কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতের বিরুদ্ধে কার্তুজের সঙ্গে ওই দোকান থেকে অস্ত্রও বিক্রি করার অভিযোগ। দোকান থেকে অস্ত্র নিয়ে বেআইনিভাবে বিক্রি করত শান্তনু সরকার নামে ওই দোকানকর্মী। ধৃত দোকানকর্মীর বাড়ি চম্পাহাটিতে।
বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, ৩০ দিনের জন্য সাসপেন্ড আরও ৩ বিজেপি বিধায়ক
কলকাতা : বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল ৪ বিজেপি বিধায়ককে । সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকেও। আগামী ১ মাস তাঁরা বিধানসভায় আসতে পারবেন না।
'রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল' এই অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।



















