এক্সপ্লোর
দেখুন: ‘আবে খা না, বহোত অচ্ছা কেক হ্যায়’, টিমমেটদের বললেন ধোনি

নয়াদিল্লি:আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয়ে ফিরেছে রাইজিং পুনে সুপারজায়েন্টস। ওই ম্যাচে পুরোদস্তুর না হলেও কিছুটা দেখা গিয়েছে ভিন্টেজ ধোনির ঝলক। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৫ বলে ২৮ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ইনিংসে ছিল ৩ টি ছয়। এরমধ্যে যজুবেন্দ্র চাহলের একটা বল স্টেডিয়ামের ছাদে তুলে দিয়েছিলেন মাহি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ম্যাচে ধোনি অসাধারণ দক্ষতায় এ বি ডিভিলিয়ার্সকে স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক ধোনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর উত্সবে মাতলেন পুনের ক্রিকেটাররা। ড্রেসিংরুমে কেক কাটার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দলের সহখেলোয়াড়দের ধোনি বলছেন, ‘আবে, খা না, বহোত অচ্ছা কেক হ্যায়! এক আধা লো অউপ এক ফেস পে লগালো’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















