এক্সপ্লোর

ABP Exclusive: বায়োপিকের জন্য বরাদ্দ বিশাল বাজেট, সৌরভের পছন্দ হলেও কেন পিছিয়ে রণবীর সিংহ?

Sourav Ganguly: সৌরভের বায়োপিক বলিউডের বিগ বাজেট ছবি হতে চলেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের সঙ্গে সইপর্ব সেরে ফেললেন মহারাজ।

কলকাতা: মাঠে হোক বা মাঠের বাইরে, তাঁর জীবনের পরতে পরতে রোমাঞ্চ। ঘরোয়া ক্রিকেটের বড় মঞ্চে যাঁর অভিষেক হয় রঞ্জি ট্রফির মতো মহার্ঘ টুর্নামেন্টের ফাইনালে এবং সেই ম্যাচের প্রথম একাদশে জায়গা হয় নিজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে, তাঁর জীবন তো যে কোনও থ্রিলারের চিত্রনাট্যকে চ্যালেঞ্জ জানাবেই। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। যে খবর ট্যুইট করে নিশ্চিত করেছেন স্বয়ং সৌরভ। বাইশ গজে তাঁর দাপুটে পারফরম্যান্স বিশ্বকে মুগ্ধ করেছে। এবার বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।

সৌরভের বায়োপিক বলিউডের বিগ বাজেট ছবি হতে চলেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের সঙ্গে সইপর্ব সেরে ফেললেন সৌরভ। বায়োপিকের উপদেষ্টা তথা সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস এবিপি লাইভকে বললেন, 'বিগ বাজেট ছবি হতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের ব্যাপ্তি বিশাল। বাঙালির কাছে আবেগের অন্য নাম সৌরভ। আর মহারাজ শুধু বাংলার নয়, গোটা দেশের রোল মডেল। তাই বাজেট নিয়ে কোনও আপস করতে চাইছে না প্রযোজনা সংস্থা।'

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় আরও বললেন, 'সইপর্ব সারা হয়ে গেল। এবার চিত্রনাট্য তৈরির কাজ শুরু হবে। সেই সঙ্গে নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা শুরু হবে।'

কাকে পর্দায় 'দাদাগিরি' করতে দেখা যাবে? দৌড়ে রয়েছেন রণবীর কপূর, হৃতিক রোশনের মতো নাম। বিশেষ করে হৃতিককে সৌরভ নিয়ে অভিনেতা হিসাবে খুব পছন্দ করেন। সৌরভ তাঁর চরিত্রে হৃতিককে চান বলেই খবর। তবে হৃতিকের ডেট পাওয়া নিয়ে ধন্দ রয়েছে। তাই বিকল্পও ভেবে রাখা হচ্ছে।

বলিউডের আর একজন নামী অভিনেতাকে সৌরভ খুব পছন্দ করেন। রণবীর সিংহ। সৌরভ এক সময় তাঁকে নিজের চরিত্রের জন্য ভেবেছিলেন। সৌরভ ঘনিষ্ঠরা বলছেন, রণবীর সিংহের সিনেমা নিয়মিত দেখেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বেশ তারিফও করেন। কিন্তু তবু পর্দায় দাদা হওয়ার দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছেন রণবীর। কিন্তু কেন?

এর নেপথ্যে রয়েছে এক অদ্ভুত কারণ। কপিল দেবের বায়োপিক ‘৮৩’-তে অভিনয় করছেন রণবীর এবং বলিউডের নিয়ম হল, কেউ কারও বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করে ফেললে তাঁকে আর অন্য কারও বায়োপিকে ভাবা হয় না। প্রযোজক-পরিচালকেরা ভয় পান সেক্ষেত্রে একটি বায়োপিক করে ওই অভিনেতার যে ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছে, পরের বায়োপিকে তা ধাক্কা না খায়! তাই রণবীর আপাতত তালিকায় নেই।

রণবীর কপূরও সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন। তবে সেক্ষেত্রে বলা হচ্ছে, সঞ্জু সিনেমাটি চার বছর আগে হয়েছিল। মাঝে অনেকদিন কেটে গিয়েছে। তাই সমস্যা হবে না। কপিলের বায়োপিক তো এখনও রিলিজ করেনি। তাই রণবীরের কপিলের পোশাক ছেড়ে সৌরভের জুতোয় পা গলানো সহজ নয়। সঞ্জয় দাস বলছেন, 'বড় কোনও নামই সৌরভের চরিত্রে অভিনয় করবে। আর কারও যদি ডেট নিয়ে সমস্যা হয় এবং বড় কোনও তারকা এক বছর পরে শ্যুটিংয়ের সময় হবে বলে, অতদিন অপেক্ষা নাও করা হতে পারে।'

একইরকমভাবে কৌতূহল রয়েছে ডোনার চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও, এক্ষেত্রেও সৌরভের পছন্দ করিনা কপূর। তবে কোনও কোনও মহল থেকে ঐশ্বর্যা রাই বচ্চন বা আলিয়া ভট্টের নামও শোনা যাচ্ছে। সবটাই নির্ভর করছে অভিনেতা-অভিনেত্রীদের ডেট পাওয়ার ওপর।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Advertisement
ABP Premium

ভিডিও

One Nation One Election: এক দেশ এক ভোটের লক্ষ্যে আরও এগোল মোদি সরকার। আলোচনার জন্য যাচ্ছে জেপিসিতে।Passport Scam: ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে!ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৪) পর্ব ২: বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। RG কর-কাণ্ডে ফের ধর্মতলায় ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে চিকিৎসক সংগঠনঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৪) পর্ব ১: ২ থেকে ৫ লক্ষ টাকায় হাতেগরম ভারতীয় পাসপোর্ট ! বিরাট পাসপোর্ট-জালিয়াতি চক্রের পর্দাফাঁস।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
Stock Market Today : আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI
Embed widget