AFG vs NZ: আজ এই ৩ আফগানই বাঁচিয়ে রাখতে পারেন ভারতের সেমিফাইনালে ওঠার স্বপ্ন
AFG vs NZ: আবু ধাবিতে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে বিরাট বাহিনীকে। তাঁরা ভীষণভাবে চাইবেন যাতে আফগানরা কিউয়িদের হারিয়ে দেয়। আজ গাপ্টিল, উইলিয়ামসনদের পথের কাঁটা কারা হতে পারেন।
আবু ধাবি: আজ কি নিউজিল্য়ান্ডকে হারাতে পারবে আফগানিস্তান? ভারত কি পারবে সেমিফাইনালে জায়গা করে নিতে? ২ টো প্রশ্নের উত্তরই পাওয়া যাবে কিছুক্ষণ পরেই। আবু ধাবিতে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে বিরাট বাহিনীকে। তাঁরা ভীষণভাবে চাইবেন যাতে আফগানরা কিউয়িদের হারিয়ে দেয়। আজ গাপ্টিল, উইলিয়ামসনদের সামনে কারা কারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, এক নজরে দেখে নেওয়া যাক --
রশিদ খান: টি-টােয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬২ বলে ৪৯ রান দিয়েছেন। ৩ ম্য়াচে তুলে নিয়েছেন ৭ উইকেট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেটের মালিক রশিদ এদিনের ম্যাচেও কিউয়িদের প্রধান প্রতিপক্ষ। ৫৩ ম্যাচেই এই মাইলস্টোনে পৌঁছেছিলেন তিনি। ভারতের শক্তিশালী টপ অর্ডারকে বারবার সমস্যায় ফেলেছেন রশিদ। কিউয়িদের টপ অর্ডারের সামনেও সবচেয়ে রশিদ বড় কাঁটা হয়ে উঠতে পারেন। কেন উইলিয়ামসন ছাড়া কিউয়ি ব্য়াটাররা কেউই সেভাবে স্পিনের বিরুদ্ধে শক্তিশালী নন। তাই রশিদকে খেলা যে খুব একটা সহজ হবে না কিউয়িদের তা বলাই যায়।
মুজিব উর রহমান: আরও এক মিস্ট্রি স্পিনার আফগানিস্তানের। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলেননি। কিন্তু চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুজিব। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। নামিবিয়ার বিরুদ্ধেও বিশ্রাম দেওয়া হয়েছিল মুজিবকে। ২ ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন এরমধ্যেই। সাধারণত টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাওয়ার প্লেতে বল করেন মুজিব। সেক্ষেত্রে গাপ্টিলের বিরুদ্ধে মুজিব কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা দেখার।
মহম্মদ নবি: দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। আসগর আফগান অবসর নিয়ে নেওয়ায় এখনও নবিই একমাত্র অভিজ্ঞ প্লেয়ার। প্রয়োজনে পাওয়ার প্লে তে বলও করেন। আবার ব্যাট হাতও ভরসা জুগিয়েছেন যখনই দল বিপদে পড়েছেন। পাকিস্তান ম্যাচেও ভাল পারফর্ম করেছিলেন ব্যাট হাতে। চলতি টুর্নামেন্টে প্রায় দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। লোয়ার অর্ডারে ঝড় তুলতে পারেন।
আরও পড়ুন: আজ কোহলিদের নজর নিউজিল্য়ান্ড বনাম আফগানিস্তান ম্যাচে, কী বলছেন গাওস্কর?