অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: নিউজিল্যান্ডকে দুরমুশ করে সেমিফাইনালে আফগানিস্তান
ক্রাইস্টচার্চ: আজমাতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটিং বিক্রমের দৌলতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অঘটন ঘটাল আফগানিস্তান। এদিন কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ২০২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল তারা।
https://twitter.com/ACBofficials/status/956367050246672384এদিন ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তোলে আফগানিস্তান। আফগানদের বড় রান তোলার নেপথ্যে বড় ভূমিকা নেন দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ(৬৯) ও ইব্রাহিম জাদরান(৬৮)।
প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপই ভিত গড়ে দেয়। ভাল সঙ্গ দেন বাহির শাহ(৬৭)। তবে, সকলকে ছাপিয়ে যান আজমাতুল্লাহ। মাত্র ২৩ বলে তাঁর ৬৬ রানের দুর্ধর্ষ ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৭টি ছক্কায়। শেষ ৬ ওভারে ৮৩ রান যোগ করে আফগানিস্তান।
https://twitter.com/cricketworldcup/status/956376504367169537জবাবে, মাত্র ১০৭ রানেই শেষ হয়ে যায় কিউয়িরা। অফ-স্পিনার মুজীব (১৪ রানে ৪ উইকেট) এবং লেগ-স্পিনার কায়েস (৩৩ রানে চার উইকেট) ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।
https://twitter.com/cricketworldcup/status/956359767215153152এই জয়ের ফলে সেমিফাইনালের চারটি দলের মধ্যে তিনটি দলই এশিয়ার। এদিন আরেকটি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় পাকিস্তান। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিজয়ীর সঙ্গে। শেষ চারে ওঠা চতুর্থ দল হল অস্ট্রেলিয়া।
https://twitter.com/ICC/status/956459525065682944