এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস: রেশন ও অর্থ বিতরণ, পাকিস্তানে সংখ্যালঘুদের সাহায্যে এগিয়ে এলেন শাহিদ আফ্রিদি
আফ্রিদি বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক ও খাবারের যোগান দিয়ে সহায়তা করার চেষ্টা করছেন। এবার তাঁর সংস্থা সংখ্যালঘুদের সাহায্যে এগিয়ে এল।
নয়াদিল্লি: বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। করোনাভাইরাসের দাপট অব্যাহত। পাকিস্তানও ব্যতিক্রম নয়। আর এমন কঠিন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে এলেন পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। প্রাক্তন ক্রিকেটারের সংস্থা পাকিস্তানের সংখ্যালঘু লোকজনদের রেশন ও অর্থ সাহায্য দিয়ে সহযোগিতার চেষ্টা করল। টেনিস তারকা রবিন দাসের আর্জির পর এগিয়ে এলেন আফ্রিদি। এক বিবৃতিতে আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় রবিন দাস করাচিতে সংখ্যালঘুদের সাহায্য করতে আফ্রিদিকে আর্জি জানান। করাচি স্পোর্টস ফাউন্ডেশনের সচিব আসিফ আজিম বলেছেন, জাহাঙ্গির খান এই ফাউন্ডেশনের সভাপতি। তিনি আমাকে ফোন করে দাসের বক্তব্য সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, এই কঠিন সময়ে সংখ্যালঘুদের সাহায্য করা দরকার, তা তাঁরা খ্রীস্টান হোন বা হিন্দু।
আফ্রিদি বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মাস্ক ও খাবারের যোগান দিয়ে সহায়তা করার চেষ্টা করছেন। এবার তাঁর সংস্থা সংখ্যালঘুদের সাহায্যে এগিয়ে এল।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসায় ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় হরভজন সিংহ ও যুবরাজ সিং আফ্রিদির প্রশংসা করেন। তাঁরা এক্ষেত্রে আফ্রিদির সঙ্গে সহযোগিতার আর্জিও জানিয়েছিলেন। যদি আফ্রিদিকে সাহায্যের জন্য আবেদন করায় যুবি ও ভাজ্জিকে ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তাঁরা দুজনেই সাফ জানিয়ে দিয়েছিলেন, মানবিকতার এই লড়াইয়ে পিছু হঠবেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement