এক্সপ্লোর
কোহলির পর ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা কে হয়ে উঠতে পারেন, জানালেন গেইল
আগামী বিশ্বকাপের আগে বেশ ফর্মে রয়েছেন গেইল। তিনি বলেছেন, ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। আর তাদের মধ্যেই অনেকেই জাতীয় দলে সুযোগও পায় না।

নয়াদিল্লি: কেএল রাহুল অসাধারণ প্রতিভাধর। নিজের ক্ষমতায় স্থির থাকতে পারলে তিনি বিরাট কোহলির অসাধারণ সব কৃতিত্বের অনুকরণ করতে পারেন। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করতে পারেন। এমনটাই মনে করেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল।
অস্ট্রেলিয়া সফরে ব্যাটে রানের খরা এবং তারপর একটি টেলিভিশন অনুষ্ঠানে সহ খেলোয়াড় হার্দিক পান্ড্যর সঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে বোর্ডের অন্তর্বর্তী সাপসেনপন-সম্প্রতি ২৭ বছরের রাহুল সম্ভবত তাঁর জীবন ও কেরিয়ারের কঠিন সময়টি পেরিয়ে এসেছেন।
ওই পর্বকে পিছনে ফেলে এখন ব্যাটে রান পাচ্ছেন রাহুল। চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ক্রিস গেইলের সঙ্গে ওপেনিং করতে নামছেন তিনি। টুর্নামেন্টের অন্যতম বিধ্বংসী জুটি হয়ে উঠেছেন গেইল ও রাহুল।
এবার নিজের ওপেনিং জুটি রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হলেন গেইল। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান বললেন, ভারতের সাম্প্রতিককালের প্লেয়ারদের কথা বলতে গেলে যাদের নাম মনে আসে কেএল অবশ্যই তাদের মধ্যে একজন। আশা করছি, ও বিরাটের মতোই অবদান রাখবে।বিরাটের পর ওরই থাকা উচিত।
গেইলের পরামর্শ, রাহুলের নিজেকে অযথা চাপের মধ্যে ফেলা উচিত নয়। কারুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, ওর উচিত নিজের ক্ষমতা অনুযায়ী খেলা।
আগামী বিশ্বকাপের আগে বেশ ফর্মে রয়েছেন গেইল। তিনি বলেছেন, ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। আর তাদের মধ্যেই অনেকেই জাতীয় দলে সুযোগও পায় না।
চলতি আইপিএলে কিংস ইলেভেনের হয়ে সর্বাধিক রানসংগ্রহকারী হলেন গেইল ও রাহুল। ১১ ম্যাচে দুজনেই প্রায় সাড়ে চারশ মতো রান করেছেন। বিশ্বকাপের প্রস্তুতিটা তাঁদের ভালোই সারা হয়েছে বলে মনে করা হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
