এক্সপ্লোর
Advertisement
কোচ কুম্বলের সঙ্গে কোহলির মতবিরোধ চরমে?
মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের হেড কোচ অনিল কুম্বলেকে নিয়ে জল্পনা ছড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অভিযান শুরু হচ্ছে। তার আগে কোচের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে ভারতীয় ড্রেসিংরুমে চাপা উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। খেলোয়াড়রা নাকি কোচের প্রতি সন্তুষ্ট নন।
নতুন কোচের জন্য ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিজ্ঞাপন দিয়েছে। সেটা দেখে কারও কারও মনে হচ্ছিল যে, সমস্ত কিছু নিয়ম মাফিক সারা হবে বলেই বোর্ড এমন বিজ্ঞাপন দিয়েছে। কারণ, কুম্বলেকে এক্ষেত্রে ডিরেক্ট এন্ট্রি দেওয়া হয়েছে। কিন্তু যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার থেকে মনে করা হচ্ছে যে, সম্ভবত কুম্বলে ক্রিকেটারদের পছন্দ নন বলেই নতুন কোচের খোঁজে নেমে পড়েছে ভারতীয় বোর্ড।
কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির মতবিরোধ রয়েছে বলে খবর। উদাহরণ হিসেবে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সিরিজের তৃতীয় ম্যাচে রাঁচিতে কুলদীপ যাদবকে খেলাতে চেয়েছিলেন কুম্বলে। কোহলি ওই প্রস্তাব মানেননি। ওই টেস্ট ড্র হয়। শেষপর্যন্ত ধর্মশালায় শেষ টেস্টে কুলদীপকে দলে নেওয়া হয়। ওই টেস্টে চোটের জন্য খেলতে পারেননি কোহলি। নেতৃত্ব দিয়েছিলেন রাহানে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের এক আধিকারিক বলেছেন, এটা মতবিরোধের কারণ হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এমন খবর এসেছে যে, কুম্বলে খুবই কর্তৃত্বপরায়ণ এবং খেলোয়াড়দের স্বাধীনতা দেন না। কুম্বলের মতো কিংবদন্তী ক্রিকেটার সম্পর্কে এ ধরনের ধারণা খুবই দুঃখজনক।
অর্থাত, ভারতীয় ড্রেসিংরুমে কোচ ও অধিনায়কের সম্পর্কের রসায়ন যে সঠিক জায়গায় নেই, এমন ইঙ্গিত বোর্ড কর্তাদের কাছে পৌঁছেছে।
উল্লেখ্য, মাত্র এক বছর আগে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর জায়গায় কোচ নিযুক্ত হন কুম্বলে। কোচের পদে কুম্বলের মেয়ার না বাড়িয়ে নতুন করে বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। এর থেকে কোনও কোনও মহলের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোচ পদে কুম্বলের মেয়াদ শেষ হবে। এরপর টিম ইন্ডিয়া হয়ত নতুন কোনও পাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement