Mitali Raj Har Ghar Tiranga: পতাকা নিয়ে একাধিক ছবি, ৭৫তম স্বাধীনতা দিবসের উৎসবে যোগদান করলেন মিতালি রাজ
Mitali Raj: মিতালি রাজ নিজের বাড়িতে আজ, রবিবার (১৪ অগাস্ট) জাতীয় পতাকা উত্তোলন করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গার সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন তিনি।

নয়াদিল্লি: রাত পোহালেই ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day)। এবারের ১৫ অগাস্টকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় সরকার নানাভাবে স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা করেছে। তার মধ্যেই 'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) উদ্যোগ অন্যতম। এই উদ্যোগেই এগিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পতাকা হাতে নিজের ছবি পোস্ট করলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj)।
মিতালির বার্তা
'হর ঘর তেরঙ্গা' কেন্দ্রীয় সরকারের এমন একটি উদ্যোগ যার মাধ্যমে সরকার সকল ভারতবাসী নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করার পরামর্শ দিয়েছে। ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত এই উদ্যোগ চলবে। এরই মারফৎ মিতালিও নিজের বাড়িতে আজ, রবিবার (১৪ অগাস্ট) জাতীয় পতাকা উত্তোলন করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গার সঙ্গে একাধিক ছবি দিয়ে তিনি লেখেন. 'আমাদের পতাকা আমাদের গর্ব! ভাসমান তেরঙ্গা সকল ভারতবাসীর হৃদয়েই আনন্দ ও আবেগ সঞ্চারিত করে। আমিও আজ আমার বাড়িতে তেরঙ্গা উত্তোলন করলাম।'
Our flag is our pride! The tricolour flying high is a sight that fills the heart of every Indian with joy. Hoisted the Tiranga at my residence today. #HarGharTiranga #AmritMahotsav pic.twitter.com/eaFohBmiJd
— Mithali Raj (@M_Raj03) August 14, 2022
মিতালির আপলোড করা ছবিগুলিতে মিতালি কখনও পতাকা হাতে দাঁড়িয়ে, তো কখনও আবার পতাকা লাগিয়ে স্যালুট করছেন। লক্ষ্যণীয় বিষয় হল তাঁর ডান পায়ে প্লাস্টার করা রয়েছে। প্রসঙ্গত, মিতালি কিন্তু একমাত্র বিখ্যাত ক্রিকেটার নন যিনি এই উদ্যোগে সামিল হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্থ, সৌরভ গঙ্গোপাধ্যায়রাও বিভিন্ন ভাবে নিজের সোশ্যাল মিডিয়া তেরঙ্গা রঙে রাঙিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করছেন।
উৎসবে সামিল একাধিক তারকা
মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থ নিজের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে তা জাতীয় পতাকার রঙে রাঙিয়েছেন। ধোনির ইন্সটাগ্রামে প্রোফাইল পিকচারের জায়গায় রয়েছে জাতীয় পতাকা এবং তার সঙ্গে সংস্কৃতে এক লেখা। সেই লেখাটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'আমার পরম ভাগ্য যে আমি ভারতীয়।' পন্থও প্রোফাইল পিকচারের জায়গায় একটি তেরঙ্গা রাঙানো মুঠোর ছবি রেখেছেন। প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠানও নিজের প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন। সৌরভ, জয় শাহরাও বদলেছেন প্রোফাইল পিকচার।
আরও পড়ুন: টাইগার উডস, মহম্মদ আলির সঙ্গে বিরাটের তুলনা করলেন এই ক্রিকেটার






















