এক্সপ্লোর
Advertisement
আইএসএল ফাইনালে ওঠা দুই দলেরই জরিমানা
কোচি: আইএসএল ফাইনালে খেলতে নামার আগে অ্যাটলেটিকো দে কলকাতা এবং কেরালা ব্লাস্টার্সের পক্ষে খারাপ খবর। শৃঙ্খলাভঙ্গের জন্য দু দলকেই জরিমানা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কলকাতার দলটিকে দিতে হবে ৭ লক্ষ টাকা জরিমানা। কেরালার জরিমানার পরিমাণ অবশ্য এক লক্ষ টাকা কম। দু দলকেই ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে।
কলকাতার সঙ্গে মুম্বই সিটি এফসি-র সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই ঝামেলায় জড়ান দু দলের ফুটবলাররা। সেই ঘটনার জন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা আইনের ৫৩এ ও ৫৩বি ধারায় জরিমানা করা হয়েছে। এছাড়া কলকাতার ফুটবলার বেলেনকোসেকে দু ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে শৃঙ্খলারক্ষা কমিটি।
কেরালার জরিমানা হয়েছে গত ৪ ডিসেম্বর ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচে একাধিক ফুটবলার এবং দর্শকরা ঝামেলা করায়। শৃঙ্খলারক্ষা আইনের ৫৩এ ধারায় দলের আইনবিরুদ্ধ আচরণের জন্য ২ লক্ষ টাকা এবং দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করায় ৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement