Asian Shooting Championship: এশিয়ান চ্য়াম্পিয়নশিপে সোনা জয়, পুরুষদের ৫০ মিটার শ্যুটিংয়ে স্বর্ণপদক ঐশ্বর্যর
Aishwary Pratap Singh Tomar: ফাইনালে ৪৬৩.৫ স্কোর করে সোনা জিতলেন ভারতের তারকা শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিংহ।
নয়াদিল্লি: ১৫তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে (Asian Shooting Championship) বিরাট সাফল্য ভারতের। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সোনা জিতলেন ভারতের তারকা শ্যুটার (Shooting) ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার (Aishwary Pratap Singh Tomar)। ফাইনালে ৪৬৩.৫ স্কোর করে সোনা এল ঐশ্বর্যর ঝুলিতে।
🇮🇳 Aishwary Pratap Singh Tomar - A Golden Aim! 🔫🥇
— SAI Media (@Media_SAI) November 1, 2023
What a sensational victory at the 15th Asian Shooting Championship! #TOPScheme shooter Aishwary wins Gold in the Men's 50m Rifle 3 Positions event, with an impressive score of 463.5 in the final! 🌟🇮🇳
Huge congratulations to… pic.twitter.com/rhB3tacaVe
চিনের তিয়ান জিয়ামিঙকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় শ্যুটার। চিনের তারকা শ্যুটার ৪৬২.৭ স্কোর করেন। চিনের আরেকজন দু লিন্সু ব্রোঞ্জ পদক পান। তিনি অবশ্য প্রথম দুইজনের থেকে অনেকটাই পিছিয়ে তৃতীয়তে শেষ করেছেন। তাঁর স্কোর ৪৫০.৩। যোগ্যতা অর্জনপর্বে কিন্তু তোমার বেশ খানিকটা পিছিয়েই ছিলেন। তিনি ৫৯১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন। তবে মূল প্রতিযোগিতায় নিজের সেরাটা দেন ভারতীয়।
ব্যক্তিগত সাফল্য তো বটেই, দলগত বিভাগেই পদক জেতেন তোমার। স্বপ্নীল কুশালে এবং অখিল শেওরানের সঙ্গে জুটি বেঁধে দলগত বিভাগে ভারতকে রুপো এনে দেন তিনি। ১৭৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত। ১৭৭৭ পয়েন্ট নিয়ে দলগত বিভাগে সোনা জেতে চিনে শ্যুটাররা।
Team India secures the Silver 🥈at 15th Asian Shooting Championship! #TOPScheme Athletes Aishwary Pratap Singh Tomar, @AkhhiiChenu and @KusaleSwapnil team up to achieve a total score of 1764-99x in the men's 50m Rifle 3P event✌️
— SAI Media (@Media_SAI) November 1, 2023
Huge congratulations to the trio on filling… pic.twitter.com/zHEITQNqpH
প্রসঙ্গত, এই বিভাগ থেকে ইতিমধ্যেই ভারত প্যারিস অলিম্পিক্সের জন্য দুইটি স্থান পেয়ে গিয়েছেন। কুশালে এবং শেওরান উভয়েই আসন্ন অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। কুশালে কায়রোতে গত বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্যারিসে ছাড়পত্র পেয়ে যান। শেওরান বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্যারিসের ছাড়পত্র পান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বিতর্কের ঝড়, ইডেন থেকে আটক চার ব্যক্তি