WTC Final: ''আঙুলে ফুলেছে, তবুও স্ক্যান করোনি'', রাহানের ইনিংসের প্রশংসায় আবগঘন পোস্ট রাধিকার
WTC Final, Ajinkya Rahane: এই লড়াইয়ের নেপথ্যে যে কতটা সংগ্রাম ছিল, সেই কথা জানালেন রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকার। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে দরাজ সার্টিফিকেট দিলেন স্বামীকে।
লন্ডন: কোনও বল আঙুলে, কোনও বল পাঁজরে, কোনও বল হেলমেটে। অজি বোলারদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। হাজারো ব্যথা সহ্য করেও ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন। শতরান মিস করলেও অজিঙ্ক রাহানের ৮৯ রানের দুরন্ত ইনিংসই ভারতকে নতুনভাবে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে লড়াই করার রসদ জুগিয়েছে। অজি শিবিরও রাহানের কামব্যাক ইনিংসকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু এই লড়াইয়ের নেপথ্যে যে কতটা সংগ্রাম ছিল, সেই কথা জানালেন রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকার। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে দরাজ সার্টিফিকেট দিলেন স্বামীকে।
রাধিকা লেখেন, ''তোমার আঙুল ফুলে গিয়েছিল। যন্ত্রণা হচ্ছিল ক্রমেই। তবুও তুমি স্ক্যান করতে চাওনি, পাছে খেলা থেকে মনোনিবেশ সরে যায়। নিজের ব্যাটিংয়েই মন দিতে চেয়েছিলে। একজন নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিয়েছ। দলের প্রতি দায়িত্ব পালন করেছ। যেভাবে ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছ ও নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছ, তাতে আমরা সবাই তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তোমার দলের প্রতি আনুগত্য ও টিম স্পিরিটের জন্য তোমার জন্য চিরকার গর্বিত থাকব। আমার প্রাণচ্ছ্বল পার্টনার। তোমাকে অবিরাম ভালবাসি।''
View this post on Instagram
গতকাল ভারতের ইনিংসের পর রাহানে আইসিসিকে জানান, ''এটা অবশ্যই যন্ত্রণার। তবে বেশি সমস্যা হয়নি। আমার ব্যাটিংয়ে খুব একটা সমস্যা করেছে বলে মনে হয় না। যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি। আজকের দিনটা ভালো ছিল। আমরা ভেবেছিলাম ৩২০-৩৩০ রান পর্যন্ত তুলতে পারব। সেটা না হলেও সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে।” তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন ভারতীয় বোলাররা। দলের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি রাহানে বলেন, “বোলিংয়ের দিক দেখলে থেকে আমরা ভালোই বল করেছি।''
এরপর তিনি আরও বলেন, ''অস্ট্রেলিয়া ম্যাচে সামান্য এগিয়ে। আগামীকাল প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। জাডেজা সত্যিই ভালো বোলিং করেছেন। বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে ফুটমার্ক তাঁকে সাহায্য করেছে। তারপরও মনে হয় এই উইকেট সিমারদের সাহায্য করবে।''
গতকাল রাহানে ছাড়াও শার্দুল ঠাকুরও অর্ধশতরান হাঁকান। তিনি ৫১ রানের ইনিংস খেলে আউট হন।