Cristiano Ronaldo: মানবিক রোনাল্ডো, সিরিয়া-তুরস্কের ভূমিকম্প পীড়িতদের জন্য পাঠালেন প্রচুর ত্রাণ
Earthquake: ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ আহত হয়েছেন।
নয়াদিল্লি: ফের মানবিক মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)-র দুর্গত মানুষদের জন্য বিমানে করে ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ‘সি আর সেভেন’। তিনি যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তা আগেই জানিয়েছিলেন। সেই মতোই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাবার, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। বাড়ি ঘর-দোর খুইয়েছেন বিশাল সংখ্যক মানুষ। অনেকের প্রাণ বাঁচলেও নিকটাত্মীয়দের হারিয়ে সর্বস্ব খুইয়েছেন। সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত মানুষগুলির জন্য মন কেঁদে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এমন বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই একটা বিমান ভর্তি করে সিরিয়া ও তুরস্কে ত্রাণ পাঠিয়ে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বেবিফুড, বিছানা, বালিশ, কম্বল, তাঁবু ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম। সবমিলিয়ে খরচ পড়েছে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ডলার।
ফেব্রুয়ারি মাসে দুই দফার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল তুরস্ক এবং সিরিয়া। প্রাকৃতিক দুর্যোগে শুধু তুরস্কে মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি মানুষের। দুটি দেশ মিলিয়ে ৫০ হাজারের বেশি সংখ্যক মানুষের প্রাণ কেড়েছে ভূমিকম্প। ভূমিকম্প পীড়িত মানুষগুলির জন্য ত্রাণ পাঠিয়ে দিলেন বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা ফুটবলার। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মানবিকতা দেখে মুগ্ধ বিশ্ব।
সম্প্রতি সিরিয়ার এক ১০ বছরের খুদে অনুরাগীর ইচ্ছেপূরণ করেছেন পর্তুগিজ মহাতারকা। ভূমিকম্পে বাবাকে হারানো ওই খুদে ক্রিশ্চিয়ানোর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিল। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সৌদি সরকারের পক্ষ থেকে রোনাল্ডো এবং ওই খুদের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়।
রোনাল্ডো অবশ্য অসহায় মানুষের পাশে অতীতেও দাঁড়িয়েছেন। এর আগে এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার ডলার দিয়েছিলেন রোনাল্ডো। পর্তুগালের একটি ক্যানসার হাসপাতালে ১ লক্ষ ৬৫ হাজার ডলার আর্থিক সাহায্যও করেন তিনি। এবার তুরস্ক ও সিরিয়ার পীড়িত মানুষদের জন্য রোনাল্ডো পাঠালেন ত্রাণসামগ্রী।