Hasani Dotson Stephenson Update: খেলা শেষ হতে মাঠেই প্রেমিকাকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব!
খেলা শেষ হওয়ার পরই আচমকা মিনেসোটা ইউনাইটেড এফসি’র ফুটবলার হাসানি ডটসন স্টিফেনসন হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিকাকে। প্রেমিকার নাম পেত্রা ভুচকোভিচ।
![Hasani Dotson Stephenson Update: খেলা শেষ হতে মাঠেই প্রেমিকাকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব! American football player Hasani Dotson Stephenson proposed his girlfriend with a ring on the football pitch Hasani Dotson Stephenson Update: খেলা শেষ হতে মাঠেই প্রেমিকাকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/05/56dd383e5cb0a3fe9c80678996cc266b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মিনসোটা: খেলার মাঠে প্রেম প্রস্তাবের খবর এই নতুন নয়। ক্রিকেট ম্যাচ দেখতে আসা, ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকরা এমন দৃশ্য চোখের সামনে মাঝেমাঝেই দেখেছেন। এবার তেমনই ছবিই দেখা গেল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। খেলা ছিল মিনেসোটা ইউনাইটেড ও সান জোস আর্থকোয়েক দলের। সেই ম্যাচের ফলাফলের তুলনায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রেম প্রস্তাবের ঘটনাটি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
খেলা শেষ হওয়ার পরই আচমকা মিনেসোটা ইউনাইটেড এফসি’র ফুটবলার হাসানি ডটসন স্টিফেনসন হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিকাকে। প্রেমিকার নাম পেত্রা ভুচকোভিচ। হয়তো বিশেষভাবে নিজের প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দেবেন বলে এই ম্যাচের দিনটিকেই বেছে নিয়েছিলেন। প্রেমিকাকে ম্যাচ শেষের পর সাইড লাইনে ডেকে নিয়ে আসেন হাসানি। এরপর আর সময় নষ্ট করেননি। বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। সঙ্গে তাঁর প্রেমিকার আঙুলে আংটিও পরিয়ে দেন। পেত্রার চোখে আনন্দাশ্রু। যেন এমন মুহূর্ত কল্পনাও করতে পারেননি। নিজেই নিজের মুখ ঢেকে ফেলেছিলেন তিনি। আবেগপ্রবণ হয়ে প্রেমিকের প্রস্তাব মেনে নেন পেত্রা।
এই অভিনব মুহূর্ত নিজেদের ক্যামেরায় বন্দি করে রাখেন গ্যালারিতে উপস্থিত সব দর্শকরা। ফুটবলার ও তাঁর প্রেমিকা এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। পুরো স্টেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়ে। গোটা স্টেডিয়াম যেন তখন ভালোবাসার পীঠস্থান হয়ে উঠেছে।
যদিও ম্যাচের ফল কিন্তু ড্র হয়েছে। মিনেসোটা ও সান জোসের এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। তবে এই ম্যাচের ফলাফল অপ্রাসিঙ্গক হয়ে যায় এমন অভূতপূর্ব ঘটনার পর। এর আগে কিছুদিন আগেই ভারত সফরে যখন অস্ট্রেলিয়া দল এসেছিল, তখন ওয়ান ডে সিরিজের ম্যাচ খেলার সময় এক ভারতীয় তাঁর অস্ট্রেলিয়ান প্রেমিকাকে গ্যালারিতে ম্যাচ চলাকালীনই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় ফিল্ডিং করছিল ভারতীয় দল। ক্রিজে ব্যাট করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রত্যেকেই মাঠ থেকেই হাসিমুখে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)