RG Kar News: কুণাল-ফিরহাদের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আর জি করকাণ্ডে মৃতার পরিবার
ABP Ananda Live: কুণাল-ফিরহাদের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আর জি করকাণ্ডে মৃতার পরিবার। 'মৃতার পরিবার কি চাইছেন, মহিলাদের ধর্ষণ করলে ফাঁসির সাজা হবে না?'আর জি করকাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের পরিবার শুধুই রাজনীতি করছেন। বিকাশ ভট্টাচার্য ও মৃতার পরিবারের কথা এক', আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
এসএফআই- এর বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার
শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান। গার্ড রেল দিয়ে পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই সমর্থকদের হটাতে পুলিশের লাঠিচার্জ। পুলিশের গাড়ি আটাকাল এসএফআই সমর্থকরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তাঁদের নিয়ে যেতে দেওয়া হবে না বলেই আটাকানো হয়েছে পুলিশের গাড়ি। অসুস্থ হয়ে পড়েছেন এক এসএফআই কর্মী। তুমুল ধস্তাধস্তি হচ্ছে পুলিশ এবং এসএফআই সমর্থকদের মধ্যে। বিকাশ ভবনের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি।

















