Commonwealth Games: কমনওয়েলথে বক্সিংয়ের ৫১ কেজি বিভাগে সেমিতে অমিত পাঙ্ঘাল, নিশ্চিত করলেন পদক
Commonwealth Games 2022: সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত। এই নিয়ে চতুর্থ ভারতীয় বক্সার হিসেবে পদক নিশ্চিত করলেন অমিত পাঙ্ঘাল।
বার্মিংহ্যাম: বক্সিং থেকে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতের ঝুলিতে আসতে চলেছে আরও একটি পদক। পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত। এই নিয়ে চতুর্থ ভারতীয় বক্সার হিসেবে পদক নিশ্চিত করলেন অমিত পাঙ্ঘাল। এদিন শুরু থেকেই ২ জনেই আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ট্যাকটিকাল কিছু বিষয়ে অমিত অনেকটাই এগিয়ে ছিলেন স্কটল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর তুলনায়। আর সেখানেই বাজিমাত করেন তিনি।
4️⃣th MEDAL CONFIRMED ! 💪@Boxerpanghal showed his 🅰️ game to eke out 🏴’s Lennon Mulligan and cements his place into the semifinals. 👊🔥@birminghamcg22 #Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0#birmingham22 pic.twitter.com/1pPPR6CjQz
— Boxing Federation (@BFI_official) August 4, 2022
এখনও পর্যন্ত ১৮টি পদক জিতেছে ভারত। গতকাল ৫৭ কেজি ফেদারওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে হুসামুদ্দিন ৪-১ স্কোরলাইনে হারালেন নামিবিয়ার প্রতিপক্ষকে। ফলে সেমিফাইনালে পৌঁছনোর জেরেই পদক সুনিশ্চিত করে ফেললেন ২৮ বছর বয়সি হুসামুদ্দিন। ভারতীয় বক্সার ৩:2-এ প্রথম রাউন্ড নিজের নামে করেন। দ্বিতীয় রাউন্ডে দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে হুসামুদ্দিন এই রাউন্ড শেষেও নিজের লিড বজায় রাখেন। এরপর শেষ রাউন্ডে ৪:১ পয়েন্টে নিজের জয় সুনিশ্চিত করেন তিনি।
লভলিনার শেষ আটে হার
এদিকে কমনওয়েলথ গেমস শুরুর আগে রিংয়ের বাইরে তুমুল লড়াই চালিয়েছিলেন লভলিনা। তাঁর কোচকে কমনওয়েলথে থাকতে দেওয়া হচ্ছে না বলে তোপ দেগেছিলেন। পরে অনুমতিও মেলে। কিন্তু রিংয়ের লড়াইয়ে মুখ থুবড়ে পড়লেন তিনি। কোয়ার্টার ফাইনালে বাজে ভাবে হারলেন লভলিনা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সারকে ঘিরে ভারত পদকের আশা করেছিল। কিন্তু ৭০ কেজির লাইট মিডল ওয়েটের সেমিফাইনালে উঠতেই পারলেন না লভলিনা।